এই ব্যাঙ্কগুলিতে ফিক্সড ডিপোজিট থাকলেই ৫ বছর পর হয়ে যাবেন মালামাল! বাঁচবে ট্যাক্সও

বাংলা হান্ট ডেস্ক: আপনি যদি বিনিয়োগের মাধ্যমে ট্যাক্স সংরক্ষণের পাশাপাশি বাম্পার রিটার্ন অর্জন করতে চান সেক্ষেত্রে এখন আপনার জন্য একটি ভালো সুযোগ রয়েছে। মূলত, এবার আপনি ট্যাক্স বাঁচাতে পারেন এবং ট্যাক্স সেভার FD-তে (Fixed Deposit) বিনিয়োগ করে ভালো রিটার্নও উপার্জন করতে পারেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ট্যাক্স সেভার FD-তে বিনিয়োগ করলে আপনি আয়কর আইনের অধীনে ছাড় পাবেন। অর্থাৎ আগের থেকে কম ট্যাক্স দিতে হবে। এছাড়াও সুদের আকারে ভালো পরিমাণ অর্থও পাওয়া যাবে। তাহলে চলুন বর্তমান প্রতিবেদনে সেই ব্যাঙ্কগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক যেগুলি ট্যাক্স সেভার FD-তে বিশাল সুদ দিচ্ছে।

বর্তমানে IndusInd ব্যাঙ্ক এবং ইয়েস ব্যাঙ্ক ট্যাক্স সেভিং FD-তে বাম্পার সুদের হার উপলব্ধ করছে। আপনি যদি এই দু’টি ব্যাঙ্কে ট্যাক্স সেভিং FD-র অধীনে বিনিয়োগ করেন, সেক্ষেত্রে আপনি ৭.২৫ শতাংশ পর্যন্ত সুদ পেতে পারেন। অর্থাৎ, আপনি যদি এখন ১.৫ লক্ষ টাকার ট্যাক্স সেভিং FD করেন, সেক্ষেত্রে পাঁচ বছরে এই পরিমাণ বেড়ে ২.১৫ লক্ষ টাকা হবে।

If you have a fixed deposit in these banks, you will be profitable

আপনি পাবেন ২.১২ লক্ষ টাকা: একইভাবে HDFC ব্যাঙ্কও ট্যাক্স সেভিং FD-তে বিশাল সুদ দিচ্ছে। বিশেষ বিষয় হল, বেসরকারি ব্যাঙ্কগুলির মধ্যে HDFC হল বৃহত্তম ব্যাঙ্ক। এমতাবস্থায়, এটি ট্যাক্স সেভিং FD-তে ৭ শতাংশ সুদ উপলব্ধ করছে। অর্থাৎ, আপনি যদি এখন HDFC ব্যাঙ্কে ট্যাক্স সেভিং FD-তে বিনিয়োগ করেন, তাহলে আপনি ৫ বছর পরে রীতিমতো মালামাল হয়ে যাবেন। মূলত, আপনি এখন ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে ৫ বছর পরে ২.১২ লক্ষ টাকা পাবেন।

আরও পড়ুন: “বিশ্বের সর্বত্রই হিন্দু ধর্মের ওপর হামলা হচ্ছে, লড়াই করা দরকার”, তাৎপর্যপূর্ণ মন্তব্য ফরাসি সাংবাদিকের

ট্যাক্স সেভিং FD-তে ৬.৭ শতাংশ পর্যন্ত সুদ উপলব্ধ রয়েছে: এদিকে, আমরা যদি ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং কানাড়া ব্যাঙ্কের কথা বলি, সেক্ষেত্রে উভয় ব্যাঙ্কই ট্যাক্স সেভিং FD-তে ৬.৭ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। এই দু’টি হল সরকারি ব্যাঙ্ক। আপনি যদি এই দু’টি ব্যাঙ্কে পাঁচ বছরের জন্য ১.৫ লক্ষ টাকার FD করেন, সেক্ষেত্রে ম্যাচুরিটির পর আপনি ২.০৯ লক্ষ টাকা পাবেন।

আরও পড়ুন: আগামীকাল শেষ হচ্ছে ডেডলাইন, তার আগেই ২০০০ টাকা নিয়ে বড় কথা জানালেন RBI গভর্নর

ম্যাচুরিটির পর পাবেন ২.০৭ লক্ষ টাকা: জানিয়ে রাখি যে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও ট্যাক্স সেভিং FD-তে ৬.৫ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। এছাড়াও ইন্ডিয়ান ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, IDBI ব্যাঙ্ক এবং ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কও ওই একই হারে সুদ দিচ্ছে। এমতাবস্থায়, আপনি যদি এই ব্যাঙ্কগুলিতে পাঁচ বছরের জন্য ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন, সেক্ষেত্রে ম্যাচুরিটির পরে আপনি ২.০৭ লক্ষ টাকা পাবেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর