এবার রেশন কার্ডে প্রতি মাসে বিনামূল্যে মিলবে তেল, চিনি, ডাল! বড় ঘোষণা সরকারের

বাংলা হান্ট ডেস্ক: সাধারণ নাগরিকদের কথা মাথায় রেখে এবং তাঁদের প্রত্যক্ষভাবে সুবিধা প্রদানের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার সহ প্রতিটি রাজ্যের সরকার একের পর এক গুরুত্বপূর্ণ প্রকল্প (Scheme) পরিচালনা করে। এই জনহিতকর প্রকল্পগুলিতে উপলব্ধ থাকে নানাবিধ সুযোগ সুবিধা। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা সম্প্রতি শুরু হওয়া ঠিক সেইরকমই এক দুর্দান্ত প্রকল্পের বিষয়ে উপস্থাপিত করব।

মূলত, এবার রাজস্থান সরকারের তরফে প্রতি মাসে বিনামূল্যে অন্নপূর্ণা ফুড স্কিম শুরু করা হয়েছে। গত ১৫ অগাস্ট থেকে চালু হওয়া এই স্কিমটি ইতিমধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছে। ১.৪ কোটিরও বেশি পরিবারকে চলতি বছরের স্বাধীনতা দিবসের বিশেষ দিনে এই উপহার দিয়েছে সংশ্লিষ্ট রাজ্যের সরকার।

If you have a ration card, you will get free oil, sugar

কি জানিয়েছেন মুখ্যমন্ত্রী: এমতাবস্থায়, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট জানিয়েছেন যে, বিনামূল্যে অন্নপূর্ণা খাদ্য প্রকল্প শুরু হয়েছে রাজ্যে। এই প্রকল্পটির মাধ্যমে ১.০৪ কোটিরও বেশি পরিবার উপকৃত হবে। পাশাপাশি, প্রতি মাসে বিনামূল্যে অন্নপূর্ণা কিটও পাবেন রাজ্যবাসী। মূলত, নিম্নবিত্তদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে বাতিল ২ কোটি রেশন কার্ড! প্রায় ৩৫০০ কোটি টাকা বাঁচাল সরকার, আপনারটা আছে?

কি কি থাকছে প্যাকেটে: এদিকে, রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলট জয়পুরের বিড়লা অডিটোরিয়ামে এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে পরিবারগুলিকে খাবারের প্যাকেট বিতরণ করেন। জানা গিয়েছে, অন্নপূর্ণা খাবারের প্যাকেটে রয়েছে এক কেজি ছোলার ডাল সহ চিনি, আয়োডিন-যুক্ত লবণ, ১০০ গ্রাম করে লঙ্কা গুঁড়ো ও ধনে গুঁড়ো এবং ৫০ গ্রাম হলুদ। এছাড়াও, থাকছে এক লিটার পরিশোধিত সয়াবিন ভোজ্যতেল।

আরও পড়ুন: লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার দিন শেষ! রেশন কার্ড থাকলে এবার ব্যাঙ্কেই মিলবে টাকা

পাশাপাশি, রেশন ডিলারদের কমিশন বৃদ্ধির বিষয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বারংবার রেশনের বন্টন ছয় মাস বাড়ানোর পরিবর্তে নিয়মিতভাবে সেটি কার্যকর করা উচিত। এদিকে, এই স্কিমে প্যাকেট বিতরণকারী রেশন ডিলারদের কমিশন প্রতি প্যাকেট ৪ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা করা হয়েছে বলেও জানা গিয়েছে। পাশাপাশি, মুখ্যমন্ত্রী বলেন, এহেন জনকল্যাণমূলক প্রকল্প সাধারণ মানুষকে স্বস্তি দেবে। এছাড়াও, এই প্রকল্প সাধারণ জনগণের প্রতি একটি গণতান্ত্রিক সরকারের দায়িত্ব বলেও মনে করেন তিনি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর