‘তৃণমূলে থেকে …!” গুরুতর অভিযোগ তুলে কংগ্রেসে যোগ দিলেন মেয়র ফিরহাদের জামাই

বাংলা হান্ট ডেস্ক : আগেও বিদ্রোহী হতে দেখা গিয়েছিল তাঁকে। সেই সময় কোনও রকমে সামাল দেওয়া গিয়েছিল পরিস্থিতি। এবার আর সামলানো গেল না। তৃণমূল (Trinamool Congress) ছেড়ে কংগ্রেসে (Congress) যোগ দিলেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সম্পাদক ইয়াসির হায়দর। রাজ্যের মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত ফিরহাদ হাকিমের (Firhad Hakim) জামাই ইয়াসিন।

congress

শনিবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে হাত শিবিরে নাম লেখালেন ইয়াসির। শাসক শিবিরে থাকাকালীন যুব তৃণমূলের রাজ্য সম্পাদক পদে ছিলেন তিনি।

ফিরহাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনীর স্বামী ইয়াসির। যদিও শোনা যায়, ইদানিং প্রিয়দর্শিনীর সঙ্গে তাঁর সম্পর্ক ভাল নয়। কয়েক বছর আগে ইয়াসিরের বিদেশ যাওয়া এবং সেই সফরে এক অভিনেত্রীর সঙ্গী হওয়া নিয়ে বিতর্ক শুরু হয়। ইয়াসির একাধিক বার বিদেশ গিয়েছেন এবং তাঁর মারফত বিদেশে টাকা পাচার হয়েছে বলে অভিযোগও ওঠে। সেই নিয়ে প্রিয়দর্শিনীকে নোটিশও ধরায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যদিও ইয়াসিরের দাবি, তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ প্রমাণিত হয়নি।

আরও পড়ুন : নাসিম ভালো ছেলে, ওকে…’, একি বলে বসলেন যাদবপুর কাণ্ডে গ্রেফতার হওয়া ছাত্রের পরিবার, অবাক পুলিসও‘ 

২০২১ সালেও তৃণমূলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন ইয়াসির। বিধানসভা নির্বাচনে টিকিট না পেয়ে ফেসবুকে ক্ষোভ উগরে দেন তিনি। সেই সময় তাঁর বক্তব্য ছিল, যাঁরা দিনরাত দলের জন্য কাজ করেন, তাঁদের কেউ পাত্তা দেন না। ভুঁইফোড় সেলিব্রিটিরা এসে টিকিট পেয়ে যান। এবার সোজা দল ছেড়ে দিলেন কলকাতার মেয়রের জামাই। যদিও তৃণমূল তাঁর দলত্যাগকে গুরুত্ব দিচ্ছে না। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, ‘এদের কেউ চেনে না। কোনও প্রভাবও পড়বে না।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর