বাড়িতে শঙ্খ থাকলে মেনে চলুন এই বিশেষ নিয়ম, শান্তি দেবী বিরাজ করবেন আপনার সংসারে

বাংলাহান্ট ডেস্কঃ সাধারণ হিন্দু বাড়িতে পুজো আর্চার সময় শঙ্খ (Conch) বাজাতে দেখা যায়। শঙ্খকে খুব শুভ বলেও মনে করা হয়। শুভ কাজের শুরুতে শঙ্খ বাজিয়ে দেবতাদের আহ্বান করা হয় বলেও মনে করা হয়। অনেক সময় একের অধিক শঙ্খ অনেক বাড়িতেই দেখতে পাওয়া যায়। তবে বাড়িতে শঙ্খ রাখার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মেনে চলা আবশ্যক।

34281747603 8914a5e963 b

দেখে নিন-

একের অধিক শঙ্খ থাকলে, তা কখনই এক ঘরে রাখা উচিৎ নয়। যেটি বাজানো হয়, সর্বদা সেটি হলুদ কাপড়ে মুড়ে রাখুন এবং অন্যটি সাদা কাপড়ে। এর ফলে সংসারে শুভ শক্তির আগমন হয়।

কখনই শঙ্খ ধুয়ে সেই জল পুজোর কাজে ব্যবহার করবেন না।

9e7e6dc9b85c2f00503d70380cf1221549c29444c85cb7094305d308e2ae081b

প্রতি সোমবার শঙ্খ পুজো করলে পরিবারের আর্থিক উন্নতি নিশ্চিত।

বাজার থেকে শঙ্খ কিনেই তা ব্যবহার করা ঠিক নয়। প্রথমে তা গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে ব্যবহারের পর তা আবারও হলুদ কাপড় দিয়ে ঢেকে রাখা উচিৎ।

1519370461

ভুল করে কখনই দেবাদিদের মহাদেবের মাথার উপরে শঙ্খ রাখবেন না। দেখবেন শঙ্খের জল যাতে ভুল করেও ভগবান শিবের মূর্তিতে বা শিবলিঙ্গে না পরে।

Smita Hari

সম্পর্কিত খবর