বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে একজন মানুষের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকাটা কোনো অস্বাভাবিক বিষয় নয়। দেশে কোটি কোটি মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কিন্তু আপনি যদি একাধিক ব্যাঙ্কে একাউন্ট খুলে থাকেন, তাহলে সেটা আপনার জন্য বড় সমস্যার কারণ হতে পারে। একের বেশী যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে RBI তাদের জন্য কিছু নতুন নিয়ম জারি করেছে। RBI-এর পক্ষ থেকে গ্রাহকদের এই ব্যাপারে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হল, কী সেই নতুন নিয়মগুলি? চলুন জেনে নেওয়া যাক।
কোনো নির্দিষ্ট সীমা নয়– অ্যাকাউন্ট খোলার জন্য RBI দ্বারা কোনও সীমা নির্ধারণ করা হয়নি, তবে একাধিক ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে গ্রাহকদের অনেক সময় সমস্যায় পড়তে হয়।
একাধিক ব্যাঙ্কের নূন্যতম ব্যালান্সকে বজায় রাখা– একাধিক ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে আপনাকে সব ব্যাঙ্কের অন্তত নূন্যতম ব্যালান্স রাখতে হয় এবং কোন ব্যাঙ্কের কী সুবিধা আছে সব আপনাকে মনে রাখতে হয় এবং ব্যাঙ্কের চেকবই থেকে কার্ড সব সামলাতে হয়।
একাধিক চার্জ দিতে হয়– ব্যাঙ্কের টাকা সামলে রাখার জন্য বেশ কিছু চার্জ দিতে হয় অর্থাৎ ক্রেডিট এবং ডেবিট কার্ড চার্জ, সার্ভিস চার্জ এবং অন্যান্য বেশ কিছু পেমেন্ট আপনাকে করতে হয়। কিন্তু আপনার যদি একটা ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকতো তাহলে আপনি একটা ব্যাঙ্কেরই সুবিধা লাভ করতেন এবং নূন্যতম ব্যালান্স বজায় রাখতে একটা চার্জই দিতে হতো।
নূন্যতম ব্যালান্স– মিনিমাম টাকা রাখার পাশাপাশি কিছু কিছু ব্যাঙ্কের এমন নিয়ম আছে যে, তাদের কাছে নূন্যতম ব্যালান্স না রাখলে অনেক সময় ৫০০০ থেকে ১০,০০০ টাকা অব্দি জরিমানা হয়। আর আপনি যদি নূন্যতম ব্যালান্স রাখতে পারেন তাহলে তা আপনার সিভিল স্কোরকে নষ্ট করে দিতে পারে।
অ্যাকাউন্ট বন্ধ করুন– RBI বলেছে যে অবিলম্বে আপনার সমস্ত অব্যবহৃত অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়া উচিৎ, যাতে আপনাকে কোনও ধরণের সমস্যায় পড়তে না হয়। আপনি ব্যাঙ্কের শাখায় গিয়ে এবং সেখানে অ্যাকাউন্ট বন্ধের ফর্ম চেয়ে এটি বন্ধ করতে পারেন।