ঘরে শিবলিঙ্গ থাকলে, শিব পুজোর সময় অবশ্যই মেনে চলুন এই বিশেষ নিয়ম

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ হিন্দু ধর্মের বহুল আরাধ্য দেবতা হলেন মহাদেব শিব (shiva)। অনেকের বাড়িতেই শিবলিঙ্গ (Shivling) থাকতে দেখা যায়। প্রায়ই সেই শিবলিঙ্গে দুধ জল ঢেলে ভগবানের আরাধনা করতেও দেখা যায়। কিন্তু জানেন কি বাড়িতে শিবলিঙ্গ থাকলে মেনে চলতে হয় বেশ কয়েকটি বিষয়।

জেনে নিন-

সম্ভব হলে শিবলিঙ্গের সঙ্গে গণেশ, মাতা পার্বতী এবং নন্দীর মূর্তি রাখুন বাড়িতে।

ঘরে শিবলিঙ্গ রাখলে, অবশ্যই অন্যান্য দেবতাদের খন্ডিত মূর্তি বাড়ি থেকে সরাতে হবে।

ঘরে যদি শিবলিঙ্গ রাখেন, তাহলে সর্বদা ঘরব বাড়ি পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।

Follow all these special rules every Monday during Shiva Pujo

বাড়িতে একটি ছোট শিবলিঙ্গ রাখাই যথেষ্ট বলে মনে করা হয়। বেশি বড় আকারের বা বেশি সংখ্যায় শিবলিঙ্গ না রাখলেও চলে।

শিবলিঙ্গ পুজোর সময় উত্তর দিকে মুখ করে পুজোয় বসলে মঙ্গল হয়।

শিবলিঙ্গের মাথায় প্রতিদিন জল ঢেলে বেলপাতা অর্পণ করে কর্পূর জ্বালিয়ে আরতি করতে ভালো হয়।

সকাল সন্ধ্যে শিবলিঙ্গ পুজো করা উচিত। তবে ঠিক মত পুজো করতে না পারলে ‘ওম নমঃ শিবায় মন্ত্র’ জপ করে প্রদীপ জ্বালানো উচিত।

সম্পর্কিত খবর

X