বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে অধিকাংশ মানুষেরই অ্যাকাউন্ট থাকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে (SBI)। এবার এই ব্যাঙ্কই গ্রাহকদের জন্য নিয়ে এল দুর্দান্ত খবর। বর্তমান প্রতিবেদনে আমরা আপনাকে স্টেট ব্যাঙ্কের এমন একটি সুবিধার কথা বলব, যেখানে আপনি ঘরে বসেই পেয়ে যেতে পারেন ২০,০০০ টাকা।
এমনিতেই দেশে বাড়তে থাকা করোনা সংক্রমণের আবহে একাধিক ব্যাঙ্ক গ্রাহকদের সুবিধার্থে এবং পরিষেবা দেওয়ার কথা মাথায় রেখে অনেকগুলি বিশেষ পরিষেবা শুরু করেছিল। যার দ্বারা গ্রাহকেরা বাড়িতে বসেই সম্পন্ন করতে পারতেন ব্যাঙ্কের কাজ। এদিকে, দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক SBI-ও গ্রাহকদের জন্য ডোরস্টেপ ব্যাঙ্কিং পরিষেবা শুরু করেছিল। সেই পরিষেবার ক্ষেত্রেই এবার খুব সহজে বাড়িতে বসেই ২০,০০০ টাকা পেতে পারবেন গ্রাহকেরা।
তবে, এই পরিষেবাটির সুবিধা নিতে গ্রাহকদের প্রথমে তাঁদের হোম ব্রাঞ্চে রেজিস্ট্রেশন করতে হবে। এরপরই তাঁরা এই সুবিধাটির জন্য উপলব্ধ হবেন। এছাড়াও, চেক এবং টাকা তোলার জন্য Withdrawal ফর্মের পাশাপাশি পাসবুকও লাগবে এক্ষেত্রে।
এদিকে, SBI ডোরস্টেপ ব্যাঙ্কিংয়ের সুবিধায় সর্বনিম্ন ১০০০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ২০,০০০ টাকা পর্যন্ত পেতে পারবেন গ্রাহকেরা। যদিও, নগদ তোলার সুবিধার জন্য অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে গ্রাহকদের। এমনকি, পর্যাপ্ত ব্যালেন্স না থাকলে এই লেনদেন বাতিলও হয়ে যেতে পারে।
তবে, এসবিআই ডোরস্টেপ ব্যাঙ্কিং সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে গ্রাহকেরা সরাসরি https://bank.sbi/dsb-এই অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করতে পারেন।
এছাড়াও, গ্রাহকরা সকাল ৯ টা থেকে বিকেল ৪ টার মধ্যে ১৮০০১১১১০৩ এই টোল ফ্রি নম্বরে ফোন করেও বিস্তারিত তথ্য পেতে পারেন। তবে, ডোরস্টেপ ব্যাঙ্কিংয়ে আর্থিক এবং অ-আর্থিক পরিষেবাগুলির জন্য ৭৫ টাকার সাথে GST-র চার্জ অতিরিক্ত ভাবে দিতে হবে গ্রাহকদের।