বাংলা ভাষা জানলে কেল্লাফতে! কর্মপ্রার্থীদের জন্য দুর্দান্ত সুযোগ SBI, আবেদন করুন শিগগিরই

বাংলাহান্ট ডেস্ক : দেশ জুড়ে শুধুই এখন চাকরির হাহাকার। চাকরি না পাওয়ার জন্য কিছু মেধাবী শিক্ষার্থী যেমন ভুল পথে পা বেড়াচ্ছেন, তেমনই অনেকে আত্মহত্যার মতো কঠিন সিদ্ধান্তও নিয়ে ফেলছে। এই সমস্ত ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখেই SBI চাকরির ক্ষেত্রে নিয়ে এলো বড় সুযোগ। দেশ জুড়ে কয়েক হাজার শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ভারতীয় স্টেট ব্যাঙ্ক।

state bank india sbi 1

জানা গেছে ৫২৮০ টি শূন্যপদের জন্য নিয়োগ করা হবে। ভারতের প্রতিটি রাজ্যের স্টেট ব্যাঙ্কের শাখাগুলিতে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের শাখাগুলিতে যেসমস্ত চাকরিপ্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের বাংলা ভাষা জানলেই হবে। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে চাকরির জন্য এখানে আবেদন জানতে পারবেন।

আরোও পড়ুন : ১০০-র বদলে লাগবে মাত্র এক টাকা! চারটি বিরল রোগের ওষুধ তৈরি করে তাক লাগাল ভারত

পদের নাম- Circle Officer

মোট শূন্যপদ- ৫২৮০ টি। তার মধ্যে GEN   এর শূন্য পদ আছে- ২১৫৭ টি, EWS এর জন্য- ৫২৭ টি, OBC- ১৪২১ টি, ST- ৩৮৮ টি ও SC জন্য ৭৮৭ টি। এরমধ্যে পশ্চিমবঙ্গের মোট শূন্য পদের সংখ্যা হল – ২৩০ টি।  তার মধ্যে GEN- ৯৪ টি, EWS- ২৩ টি, OBC- ৬২ টি, ST- ১৭ টি, SC- ৩৪ টি ।

আরোও পড়ুন : RBI’র তোপের মুখে এই ব্যাঙ্ক! ১ বছরের জন্য সাসপেন্ড বোর্ড, কী হবে অ্যাকাউন্ট হোল্ডারদের?

শিক্ষাগত যোগ্যতা-  এই  চাকরির জন্য  চাকরি প্রার্থীকে  যেকোনো বিষয়ে স্নাতক হতে হবে । এছাড়া  মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং অথবা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পাশ করা এমন প্রার্থীরাও  চাকরির জন্য আবেদন করতে পারবেন। তবে বয়স সীমার  ক্ষেত্রে ৩১ অক্টোবর ২০২৩ তারিখ অনুযায়ী আবেদনকারীদের বয়স হতে হবে নূন্যতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে। পাশাপাশি সংরিক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় থাকবে।

মাসিক বেতন- ৩৬,০০০/- টাকা।

A big update for job seekers

আবেদন পদ্ধতি– ইচ্ছুক ও যোগ্য চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে রেজিস্ট্রেশন করার পর লগইন করতে হবে। এরপর নির্ভুল ভাবে প্রয়োজনীয়  সব তথ্য পূরণ করার পর নথিপত্র গুলিকে  স্ক্যান করে আপলোড করতে হবে। সবশেষে আবেদন ফি জমা করে সাবমিট করতে হবে।

আবেদন ফি- GEN, EWS এবং OBC আবেদনকারীদের  জন্য  ৭০০  টাকা আবেদন ফি দিতে  হবে।  তবে এদের ক্ষেত্রে আবেদন ফি দিতে হলেও অন্যান্য আবেদনকারীদের আবেদন করার ক্ষেত্রে কোনো টাকা জমা দিতে হবে না । আবেদন করার শেষ তারিখ হল  ১২ ডিসেম্বর, ২০২৩।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর