হয়ে যান সতর্ক! এই ৩ টি ভুল করলেই বাইক বাজেয়াপ্ত করবে পুলিশ, কাটা হবে ২৫ হাজার টাকার চালানও

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে যুগের সাথে তাল মিলিয়ে অনেকেই তাঁদের নতুন কিংবা পুরোনো যানবাহনগুলিকে পছন্দমত মডিফিকেশন করিয়ে নেন। এমনকি, নতুন গাড়ি বা বাইক কেনার সময়ে হাজার হাজার টাকা খরচ করে সেগুলির লুক পরিবর্তনের মাধ্যমে আরও স্টাইলিশ করে তোলেন কিছুজন। তবে, এবার এই কাজ করলেই আপনি পড়তে পারেন বড়সড় জরিমানার মুখে। জানা গিয়েছে, এবার ট্রাফিক পুলিশ (Traffic Police) এই ধরণের বাইকের ক্ষেত্রে ২৫ হাজার টাকা পর্যন্ত চালান কাটছে। শুধু তাই নয়, এই জরিমানা না দিলে পুলিশ বাইক বাজেয়াপ্তও করতে পারে।

এমন পরিস্থিতিতে আপনিও যদি আপনার বাইকে কোনো ধরণের পরিবর্তন করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে। কারণ এমন অনেক ট্রাফিক নিয়ম রয়েছে, যেগুলিতে চালানের পরিমান বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে। এমন পরিস্থিতিতে, বর্তমান প্রতিবেদনে আমরা আপনাদের এমন ৩ টি মডিফিকেশনের প্রসঙ্গে জানাবো যেটির কারণে চালান কাটা হতে পারে।

   

সঠিক নম্বর প্লেট না থাকলে চালান কাটা হবে: সম্প্রতি, সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক ২০১৯-এর এপ্রিলের আগে বিক্রি হওয়া সমস্ত গাড়ির জন্য একটি কালার-কোডেড প্লেটের মধ্যে একটি হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট (HSRP) থাকা বাধ্যতামূলক করেছে। HSRP নম্বর প্লেট না লাগালে ৫,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। এছাড়াও যানবাহনে কোনো ধরণের ফ্যান্সি নম্বর প্লেট লাগানো বেআইনি। এমন পরিস্থিতিতে ইতিমধ্যেই সরকার নম্বর প্লেটের ডিজাইন ঠিক করেছে।

সাইলেন্সার মডিফাই করলে কাটা হবে চালান: বর্তমান সময়ে অনেকেই বাইকের সাইলেন্সার মডিফাই করে ফেলেন। মূলত, রয়্যাল এনফিল্ডের মত বাইকগুলিতে বেশিরভাগ ক্ষেত্রে পরিবর্তিত সাইলেন্সার দেখা যায়। বেশি একজস্ট সাউন্ডের জন্য এগুলিকে মডিফাই করা হয়। যদিও, এটি হল একটি অবৈধ কাজ। শুধু তাই নয়, এই কারণেও পুলিশ ২৫ হাজার টাকা পর্যন্ত চালান কাটতে পারে।

5956c570 1d64 11ec 8752 7a8d4023984b 1632508689694

ডিজাইন মডিফাই করা: আপনি যদি আপনার নতুন বা পুরোনো বাইকের ডিজাইন পরিবর্তন করেন সেক্ষেত্রেও আপনাকে সতর্ক থাকতে হবে। কারণ বাইকের ডিজাইনে যেকোনো ধরণের পরিবর্তনের ফলেও আপনার কাছ থেকে মোটা অঙ্কের জরিমানা নেওয়া হতে পারে। পাশাপাশি, আপনি বাইকের রংটিও পরিবর্তন করতে পারেন না।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর