দিতে হবে না কোনো পরীক্ষা, দশম শ্রেণির পর ITI পাশ করলেই এবার রেলে চাকরির সুযোগ, এভাবে করুন আবেদন

বাংলা হান্ট ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য এবার বিরাট সুখবর নিয়ে এল ভারতীয় রেল (Indian Railways)। জানা গিয়েছে, কোনো পরীক্ষা ছাড়াই এবার দশম শ্রেণির পর ITI পাশ করলেই রেলে রয়েছে দুর্দান্ত চাকরির সুযোগ। এমনিতেই করোনা মহামারীর পর সর্বত্র চাকরির আকাল পরিলক্ষিত হচ্ছে। ঠিক সেই আবহেই এবার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করল রেল। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে যে, ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (Indian Railway Catering and Tourism Corporation, IRCTC) নর্থ জোনের ক্ষেত্রে অ্যাপ্রেন্টিস নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

মূলত, কম্পিউটার অপারেটর এবং প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট অ্যাপ্রেন্টিস পদের জন্য এই নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হবে। এমতাবস্থায়, আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা সরাসরি IRCTC-র অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ irctc.com-এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন। এছাড়াও, প্রার্থীদের সুবিধার্থে বর্তমান প্ৰতিবেদনে আমরা এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, এই নিয়োগপ্রক্রিয়ার মাধ্যমে কম্পিউটার অপারেটর এবং প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট অ্যাপ্রেন্টিসের মোট ৮০ টি শূন্যপদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। মূলত, অ্যাপ্রেন্টিস অ্যাক্ট, ১৯৬১-এর অধীনে যোগ্য প্রার্থীদের এক বছরের জন্য অ্যাপ্রেন্টিস ট্রেনি (ITI হোল্ডার্স) হিসেবে নিযুক্ত করা হবে। এছাড়াও, প্রার্থীরা দিল্লিতে পোস্টিং পাবেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই গত ৭ অক্টোবর থেকে এই পদগুলির জন্য অনলাইনে আবেদন শুরু হয়ে গিয়েছে। আবেদনে ইচ্ছুক প্রার্থীরা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত অনলাইন মারফত আবেদনপত্র জমা দিতে পারেন।

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট পদগুলিতে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড থেকে ম্যাট্রিকুলেশন (দশম শ্রেণি) পরীক্ষায় কমপক্ষে ৫০ শতাংশ নম্বর পেতে হবে। এছাড়াও, NCVT/SCVT দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে COPA ট্রেডে ITI-এর শংসাপত্র থাকতে হবে।

বয়স: অ্যাপ্রেন্টিস পদের জন্য আবেদনকারীদের বয়স ১ এপ্রিল ২০২২ তারিখের নিরিখে ন্যূনতম ১৫ বছর এবং সর্বোচ্চ ২৫ বছর হতে হবে। তবে, সংরক্ষিত প্রার্থীরা সরকারী নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন। মূলত, SC/ST প্রার্থীরা ৫ বছর, OBC-দের জন্য ৩ বছর, প্রাক্তন সৈনিকদের জন্য ১০ বছর এবং প্রতিবন্ধী প্রার্থীরা বয়সের উর্ধ্বসীমার ক্ষেত্রে ১০ বছরের ছাড় পাবেন।

617886 indian railways 1

কোনো পরীক্ষা ছাড়াই হবে নিয়োগ: সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এই নিয়োগের জন্য প্রার্থীদের কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না। দশম শ্রেণির পরীক্ষায় প্রাপ্ত নম্বরের শতাংশের ভিত্তিতে প্রস্তুত করা মেধা তালিকার পরিপ্রেক্ষিতে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে। পাশাপাশি, গ্রেডিং সিস্টেম মার্কিংয়ের ক্ষেত্রে সর্বোচ্চ এবং সর্বনিম্ন নম্বরের গড় নেওয়া হবে। যদি কোনো ক্ষেত্রে দু’জন প্রার্থীর নম্বর একই থাকে সেক্ষেত্রে তাঁরা বয়সসীমার উপর ভিত্তি করে অগ্রাধিকার পাবেন। আবার যদি নম্বর এবং বয়সসীমা একই হয়, সেক্ষেত্রে যিনি প্রথম দশম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সেই প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, আবেদনকারীরা তাঁদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য রেজিস্টার্ড ইমেল আইডির মাধ্যমে পেয়ে যাবেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর