রেলগেট বন্ধ থাকতেও যাতায়াত করছেন সবাই, নিয়ম মানল কুকুর! ভাইরাল ছবি অবাক করল নেটিজেনদের

বাংলা হান্ট ডেস্ক: মানুষই তৈরি করে নিয়ম, আবার সেই নিয়ম ভাঙে মানুষরাই। জীবনে চলার পথে প্রতিটি ক্ষেত্রেই এই দৃশ্য পরিলক্ষিত হয়। এমনকি, কিছু কিছু ক্ষেত্রে তো আবার ওই নিয়ম ভাঙার প্রবণতা কার্যত অভ্যাসে পরিণত হয়। আর তখনই ঘটে যায় বিপদ। তবে, নিয়মের বেড়াজালকে মানুষ তোয়াক্কা না করলেও অবলা প্রাণীরা কিন্তু তা মেনে চলার চেষ্টা অবশ্যই করে। অন্তত সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) হওয়া একটি ছবি দেখে তা স্পষ্ট হয়ে গিয়েছে।

যেখানে দেখা গিয়েছে, বন্ধ রেলগেটেই প্রাণের ঝুঁকি নিয়ে অনেকে যাতায়াত করলেও একটি পথকুকুর ক্রসিংয়ের কাছে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে থেকে ট্রেনের যাওয়ার জন্য অপেক্ষা করছে। আর এই ছবিই ভাইরাল হয়ে গিয়েছে নেটমাধ্যমে। যা দেখে অবাক হয়েছেন সকলেই।

প্রসঙ্গত উল্লেখ্য যে, বর্তমান সময়ে আমরা সকলেই দিনের বেশ কিছুটা সময় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে কাটাই। যেখানে প্রতিদিন ভাইরাল হয়ে যায় বিভিন্ন ধরণের ছবি এবং ভিডিও। তবে, সেগুলির মধ্যে এমন কিছু ছবি দেখতে পাওয়া যায় যা সকলকেই অবাক করে দেয়। পাশাপাশি, তা নতুন করে ভাবতেও শেখায়। এই ছবিটির ক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম ঘটেনি।

প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশে। গত ৩ অক্টোবর অর্থাৎ সোমবার বিকেল ৩ টে ৪৭ মিনিট নাগাদ নাটোর শহরের স্টেশন সংলগ্ন এলাকার রেলগেট থেকে এই ছবিটি তোলা হয়। যেখানে ওই ঘটনার প্রত্যক্ষদর্শী তথা নাটোর পৌরসভার প্রাক্তন কাউন্সিলর এবং পেশায় ব্যবসায়ী নূরুল ইসলাম নূরু জানান যে, নাটোর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে রাজশাহী থেকে এসে থামে উত্তরাগামী ট্রেন। এরপর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী অপর একটি ট্রেন সেই স্টেশন অতিক্রম করে।

image 193532 1664929489

আর এই কারণেই প্রায় ১০ মিনিট ধরে বন্ধ থাকে রেলগেট। সেই সময়েই ক্রসিংয়ের কাছে চুপচাপ দাঁড়িয়ে থাকে ওই কুকুরটি। এমনকি, রেলগেট ফেলা থাকলেও অনেকেই তা উপেক্ষা করে যাতায়াত করলেও কুকুরটি কিন্তু তা করে নি। এমতাবস্থায়, তিনি বেশ কয়েকটি ছবি তুলে নেন। একটা সময়ে রেলগেট উঠে গেলে কুকুরটি বাম দিক দিয়ে রেললাইন পার করে চলে যায় বলেও জানিয়েছেন তিনি। পরবর্তীকালে সেই ছবিই তিনি সোশ্যাল মিডিয়া মারফত সামনে আনেন। যা দেখে নেটিজেনরা ওই কুকুরটির এহেন আচরণের প্রশংসা করেছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর