বাংলাহান্ট ডেস্কঃ আগামী ১৯ শে ডিসেম্বর রয়েছে কলকাতা পুরসভার ভোট। কিন্তু তার আগেই এক ভিডিও নিয়ে তোলপাড় বঙ্গ রাজনীতি। ভাইরাল হওয়া ভিডিওতে প্রীতম সরকার নামে এক বিজেপি (bjp) নেতাকে পুরভোটের টিকিট বিক্রি করতে শোনা যায়। সেই কথোপকথনের ভিডিওই ভাইরাল (viral video) হয় স্যোশাল মিডিয়ায়। যাতে করে বেশ কিছুটা অস্বস্তিতে পড়ে যায় গেরিয়া শিবির।
রবিবার তৃণমূলের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে এই ভিডিও শেয়ার করার পরই, হইচই পড়ে যায় রাজনৈতিক মহলে। যেখানে শোনা যায় জনৈক বিজেপি নেতা প্রীতম সরকার এক ব্যক্তিকে ফোন মারফত পুরভোটের টিকিট বিক্রি নিয়ে রফা করছেন। টিকিট পিছু ১ লক্ষ টাকা করে দাবি করছেন তিনি। আবার এই কথার মাঝে বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেও টেনে এনেছেন তিনি।
যদিও বাংলাহান্ট সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি। তবে ভিডিও থেকে জানা যায়, ১২ জন প্রার্থীর আসনের জন্য টিকিট বিক্রির আলোচনা হয়। আর তাঁদের কথোপকথনের সারমর্ম এই যে, ফোনের অপারে থাকা ব্যক্তিকে আসন পিছু ১ লক্ষ টাকা করে লাগবে বলে জানান বিজেপি নেতা প্রীতম সরকার। শুধু তাই নয়, শাসক দলের সঙ্গে সেটিং করে জিতিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দিচ্ছেন তিনি।
.@BJP4Bengal is demanding 1 LAKH FOR EACH CANDIDATE.@DrSukantaBJP, is this how you collect funds for your propaganda?
SHOCKING! pic.twitter.com/mO3oBEkhHN
— All India Trinamool Congress (@AITCofficial) November 14, 2021
আবার তাঁদের কথার মাঝে টিকিট প্রত্যাশাকারী ব্যক্তিকে প্রীতম সরকার বলেন, ‘সুকান্ত মজুমদারকে তো আমাকে কনভিন্স করতে হবে। আমার আর কী আছে? আমার কোনও ব্যাপারই নেই। আমার শুধু বন্ডিংসের ব্যাপার আছে। আর কিছুই না। তৃণমূলের সঙ্গে সেটিং করিয়ে জেতার সবরকম ব্যবস্থা করিয়ে দেব তোমাকে’।
এই ঘটনায় সুকান্ত মজুমদারের নাম ওঠায়, সমস্ত অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘বিজেপির প্রার্থীপদ কখনই একজন ব্যাক্তি ঠিক করেন না। কেউ যদি বলেন সুকান্ত মজুমদারকে টাকা দিলে চাকরি হবে, তা মেনে নেবেন? ওই ব্যক্তি আগে তৃণমূল করত, আর এখন বিজেপিকে কালিমালিপ্ত করার জন্য এসব হল তৃণমূলের পরিকল্পনা’।