বাংলাহান্ট ডেস্কঃ লকডাউনের মধ্যেই উত্তরপ্রদেশে (Uttar Pradesh) জারী হল এক নতুন নিয়ম। বাইক (Bike) বা স্কুটিতে শুধুমাত্র বসতে পারবেন একজন। অর্থাৎ চালক ছাড়া অন্য কেউ বসতে পারবে না দুচাকার যানে। ধরা পড়লে জরিমানা বাবদ দিতে হবে ২৫০- ১০০০ টাকা জরিমানা। আবার ক্ষেত্র বিশেষে বাতিল হতে পারে ড্রাইভারের লাইসেন্সও।
উত্তরপ্রদেশে জারী হল নতুন নিয়ম
মাস্ক ব্যবহারের পাশাপাশি উত্তরপ্রদেশ সরকার দুচাকার গাড়ির ক্ষেত্রেও নিয়ে এল এই নতুন নিয়ম। সাধারণ মানুষকে করোনা (COVID-19) মহামারির হাত থেকে রক্ষা করার জন্য জারী করা হল এই নতুন নিয়ম। উত্তর প্রদেশের মেডিকেল ও স্বাস্থ্য বিভাগের অধ্যক্ষ সচিব অমিত মোহন প্রসাদ এবং অতিরিক্ত মুখ্যসচিব স্বরাষ্ট্র ও তথ্য অবনীশ অবস্তি এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই নতুন নিয়মের ঘোষণা করলেন।
দ্বি-চাকার যানে পড়ল বিধিনিষেধের বেড়াজাল
অধ্যক্ষ সচিব জানালেন, মহামারী নিয়ন্ত্রণ আইনের আওতায় এক নির্দেশিকা জারী করা হয়েছে। এই নির্দেশিকা অনুসারে, কেবলমাত্র একটি দ্বি-চাকার গাড়িতে চালক একা চরতে পারবেন। দ্বিতীয় কোন ব্যক্তি গাড়িতে চড়তে পারবেন না। কোন ব্যক্তি যদি এই নিয়মের উলঙ্ঘন করেন তাহলে প্রথম বার ২৫০ টাকা, দ্বিতীয়বার ৫০০ টাকা এবং তৃতীয়বার ধরা পরলে ১০০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। এমনকি প্রয়োজন হলে ড্রাইভারের লাইসেন্সও বাতিল করা হতে পারে।
ব্যতিক্রম ক্ষেত্র
তবে এই দ্বি-চাকার ক্ষেত্রেও কিছু ব্যতিক্রম রাখা হয়েছে। যদি কোন মহিলা স্কুটি চালাতে না পারেন এবং অফিসে নিয়ে যাওয়ার জন্য পরিবারের কোন সদস্যের সাহায্য নিতে হয়, তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অনুমতিপত্র সঙ্গে নিতে হবে। এক্ষেত্রে ওই মহিলাকে গাড়ির পিছনের সিটে বসে অবশ্যই হেলমেট, মাস্ক এবং গ্লাভস ব্যবহার করতে হবে।
প্রকাশ্যে থুথু ফেলা শাক্তিযোগ্য অপরাধ
স্বাস্থ্য বিভাগের অধ্যক্ষ সচিব জানালেন, মাস্ক ব্যবহার না করলে যেমন জরিমানা করা হচ্ছে, তেমনই প্রকাশ্য যায়গায় থুথু ফেললেও রয়েছে জরিমানার ব্যবস্থা। এক্ষেত্রে প্রথম এবং দ্বিতীয়বার ধরা পড়লে ১০০ টাকা করে এবং তৃতীয় বার এবং তাঁর বেশি বার ধরা পরলে ৫০০ টাকা করে জরিমানা করা হবে। সমস্ত ক্ষেত্রেই নির্বাহী ম্যাজিস্ট্রেট বা থানার পরিদর্শক এই জরিমানা আদায় করবেন।