গরমের “টেনশন” থেকে মুক্তি! এবার বিছানায় এই ছোট্ট AC লাগালেই ঘর হয়ে যাবে ঠান্ডা, দামও এক্কেবারে কম

বাংলা হান্ট ডেস্ক: সমগ্ৰ দেশজুড়ে ইতিমধ্যেই গ্রীষ্মের (Summer) দাবদাহ শুরু হয়েছে। পাশাপাশি, বৃষ্টি না হওয়ার ফলে ভ্যাপসা গরমে কার্যত নাজেহাল সবাই। এমতাবস্থায়, সকলেই বাড়ির জন্য AC (Air Conditioner) কিনতে চান। যদিও, খরচের কথা ভেবে পিছিয়ে আসেন অধিকাংশজনই। তবে, এবার গরমের হাত থেকে মুক্তি পেতে রয়েছে দারুণ এক উপায়।

আমরা সাধারণত AC বলতে উইন্ডো AC এবং স্প্লিট AC-কেই এতদিন দেখে এসেছি। এগুলির মধ্যে একটি বাড়ির জানালায় ইনস্টল করা হয়, অন্যটি বাড়ির ভিতরে যেকোনো জায়গায় ইনস্টল করা যেতে পারে। কিন্তু, এই পরিবর্তনের যুগে পাল্টাচ্ছে সবকিছুই। পাশাপাশি, মানুষের চাহিদার ওপর ভর করে আসছে নিত্যনতুন জিনিসও।

এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আমরা আপনাদের কাছে এমন একটি এয়ার কন্ডিশনারের প্রসঙ্গ উপস্থাপিত করব যা সরাসরি আপনার বিছানার গদিতে সংযুক্ত করা যাবে এবং আপনি এটির উপর শুয়ে থাকলেই যন্ত্রটি ঠান্ডা বাতাস সরবরাহ করতে শুরু করবে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এই পুরো প্রক্রিয়াটিতে কোনো সময় লাগে না। এই প্রতিবেদনে অভিনব ওই AC সম্পর্কে বিস্তারিত বিবরণ তুলে ধরা হল।

এই AC-টির নাম হল “Individual Temperature Control Wireless Remote Integration Cooling and Heating Mattress”। আপনি যদি এই এয়ার কন্ডিশনারটির দাম জানতে চান, তাহলে আপনাকে জানিয়ে রাখি এটি বর্তমানে Alibaba.com-এ পাওয়া যাচ্ছে। ১৫,০০০ থেকে ১৬,০০০ টাকার মধ্যেই দাম নির্ধারণ করা হয়েছে এই AC-টির। যা বাজারে থাকা অন্যান্য AC-গুলির তুলনায় যথেষ্ট কম। প্রসঙ্গত উল্লেখ্য, এই অভিনব AC একটি নয়, বরং দু’টি ইউনিট নিয়ে তৈরি। একবার এই দুটি ইউনিট মিলিত হলেই, এই এয়ার কন্ডিশনারটি সম্পূর্ণ হয়ে যায়।

pic 1 4

এটি কিভাবে কাজ করে: এই এয়ার কন্ডিশনারটি আসলে একটি গদির সাথে পাওয়া যায়, যেখানে এটি সংযুক্ত করা যায়। মূলত, একটি পাইপের সাহায্যে এটি বিছানায় ব্যবহৃত এয়ার কন্ডিশনার গদির সাথে সংযুক্ত থাকে। এরপরে এয়ার কন্ডিশনারটি ক্রমশ ঠান্ডা করতে শুরু করে। মূলত, এই ঠান্ডা বাতাস সরাসরি গদির ভিতরে চলে যায়। এরপরে যখন কোনো ব্যক্তি এটির উপর শুয়ে থাকেন তখন তিনি শীতলতা অনুভব করতে শুরু করেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর