হাফ হাতা শার্ট বা চটি পরে বাইক চালালেই কাটা হবে চালান ? ঠিক কি বলছে ট্রাফিক আইন ?

Published On:

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে গাড়ি এবং বাইকের সংখ্যা। যার ফলে রাস্তায় দুর্ঘটনা কমাতে এবং যানজট নিয়ন্ত্রণের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়। শুধু তাই নয়, চালকদের জন্য রয়েছে বিভিন্ন ট্রাফিক আইনও (Traffic Rules)। যেগুলি সঠিকভাবে মেনে না চললে করা হয় জরিমানাও।

এমনিতেই, আমরা জানি যে, বাইক চালানোর সময়ে হেলমেট এবং গাড়ি চালানোর সময় সিট বেল্ট না পড়লে তা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়। মূলত, প্রাণঘাতী দুর্ঘটনা এড়াতেই এই নিয়ম লাগু করা হয়েছে। পাশাপাশি, গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র এবং চালকের বৈধ লাইসেন্স না থাকলেও সেক্ষেত্রে জরিমানার শিকার হতে হয়। এছাড়াও, আরও একাধিক বিষয়ের পরিপ্রেক্ষিতে রয়েছে নিয়ম।

এমতাবস্থায়, অনেকেই সেইসব নিয়মগুলি সঠিক ভাবে জানতে পারেন না। যার ফলে অনেকসময় বিভ্রান্তিতে পড়তে হয় তাঁদের। এমনকি, কিছু কিছু ক্ষেত্রে এই নিয়ম সংক্রান্ত বিভিন্ন ভুল তথ্যও মানুষের কাছে পৌঁছে যায়। যার কোনো সত্যতা থাকে না। যার ফলে রাস্তায় নেমে হয়রানির শিকার হতে হয় সাধারণ মানুষকে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, কিছুদিন আগেই ট্রাফিক আইন সম্পর্কিত এক অদ্ভুত নিয়মের প্রসঙ্গ সামনে এসেছিল। শুধু তাই নয়, সেই নিয়মের বিষয়টি ভাইরালও হয়ে যায় নেটমাধ্যমে। যেখানে দাবি করা হয়েছিল যে, এবার থেকে হাফ হাতা শার্ট পরে বাইক চালালে জরিমানার মুখোমুখি হতে হবে। এদিকে, স্বাভাবিকভাবেই, এই নিয়ম সামনে আসার পরে চারিদিকে সাড়া পড়ে যায়।

এমনকি, অবস্থা এতটাই বেগতিক হয়ে যায় যে, শেষ পর্যন্ত সরকার এই সংক্রান্ত বিভ্রান্তি দূর করার জন্য এগিয়ে আসে। পাশাপাশি, কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নীতিন গড়করির অফিস থেকে ২০১৯ সালে টুইট করে জানানো হয় যে, ট্রাফিক আইনে আদৌ এইরকম কোনো আইন নেই। উল্লেখ্য যে, ২০১৯ সালে শেষবারের মত ট্রাফিক আইনে কিছু পরিবর্তন করা হয়। যদিও, তখন এই সংক্রান্ত কোনো নিয়ম জারি করা হয়নি সরকারের তরফে।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X