পশ্চিমবঙ্গে পড়াশোনা করলেই মিলবে ৬ হাজার টাকা, সুবর্ণ সুযোগ পড়ুয়াদের জন্য

বাংলা হান্ট ডেস্ক: ছাত্রছাত্রীদের পড়াশোনার সুবিধার্থে স্কলারশিপের ভূমিকা অপরিসীম। এখান থেকে প্রাপ্ত অর্থের ভিত্তিতেই পড়াশোনার খরচ চালিয়ে ফেলতে পারে পড়ুয়ারা। পাশাপাশি, মেধাবী অথচ দরিদ্র ছাত্রছাত্রীদের কাছেও স্কলারশিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সেইসব ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই দেওয়া হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলারশিপটি। এটি মূলত একটি প্রাইভেট স্কলারশিপ। মেধাবী পড়ুয়াদের পড়াশোনার সুবিধার্থে এটি প্রদান করা হয়। বর্তমান প্রতিবেদনে এই স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হল।

অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। পাশাপাশি, আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার নীচে থাকতে হবে।

এই স্কলারশিপে আবেদনের জন্য আবেদনপত্রের সঙ্গে যে যে নথিপত্র সংযুক্ত করতে হবে সেগুলি হল
(১) প্রিভিয়াস ইয়ারের মার্কশিট, (২) সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের রঙিন ফটোকপি, (৩) ইনকাম সার্টিফিকেট, (৪) ব্যাঙ্কের পাসবইয়ের প্রথম পৃষ্ঠার জেরক্স এবং (৫) আধার কার্ড।

এই স্কলারশিপে আবেদন করতে হবে অফলাইনে। অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউটের মাধ্যমে সেটিকে সঠিকভাবে পূরণ করে তার সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে স্পিড পোস্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

board exam result students news jagranjosh new final 54

আবেদনপত্র পাঠানোর ঠিকানাটি হল- PASCHIM MEDINIPUR FUTURE CARE SOCIETY, ALIGUNJ, KELLAPUKUR, P.O- Midnapore, Paschim Medinipur , Pin- 721101

প্রসঙ্গত উল্লেখ্য যে, এই স্কলারশিপে আবেদন করার শেষ তারিখ হল ৩১ শে জানুয়ারি, ২০২২। পাশাপাশি, আবেদনপত্রটি ডাউনলোড করার লিঙ্কও দিয়ে দেওয়া হল: https://drive.google.com/file/d/14ua7heaT9ZmTBOLdlwSIatj1zv3ZG0Ws/view

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর