বাংলা হান্ট ডেস্ক: নতুন বছরের শুরুতেই ছাত্রছাত্রীদের জন্য এলো বিরাট সুখবর! রাজ্যের পড়ুয়াদের জন্য আসতে চলেছে একের পর এক নয়া প্রকল্প। রাজ্যের যে কোনো প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করলেই এবার এই প্রকল্পগুলির সুবিধা পাবে ছাত্রছাত্রীরা। এই বিষয়ে ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, রাজ্যের মধ্যে যে কোনো সরকারি প্রতিষ্ঠানে প্রথম শ্রেণি থেকে উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করলেই আবেদন করতে পারবে ছাত্রছাত্রীরা। পাশাপাশি, আরও জানানো হয়েছে যে, প্রথম শ্রেণি থেকে মাধ্যমিক পর্যন্ত এবং উচ্চ মাধ্যমিক থেকে উচ্চতর যোগ্যতা পর্যন্ত যে কোনো সরকারি অনুমোদন প্রাপ্ত প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থী হয়ে থাকলে সকলেই আবেদন করতে পারবে এতে।
তবে, মাধ্যমিকের নিচে এবং মাধ্যমিকের উপর পর্যন্ত দুই ভাগে বিভক্ত করে আবেদন করতে হবে আবেদনকারীদের। রাজ্য সরকারের অন্যতম প্রকল্প “ঐক্যশ্রী”-এর মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীকেই এককালীন ভালো অঙ্কের টাকা শিক্ষার খরচ বাবদ দেওয়া হবে।
পাশাপাশি, রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায় থেকে আসা যে সমস্ত শিক্ষার্থী সরকারি প্রতিষ্ঠানে পড়াশোনা করে তারাও আবেদন করতে পারবে। https://www.wbmdfc.org/ এই লিঙ্কে গিয়েই করা যাবে আবেদন।
আপাতত, মোট দু’টি ভাগে এই স্কলারশিপকে বিভক্ত করা হয়েছে। ১. প্রি মাধ্যমিক ২. পোস্ট মাধ্যমিক
“ঐক্যশ্রী” প্রকল্পের প্রি মাধ্যমিক পর্যায়ে চতুর্থ শ্রেণির ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে। এরপর পঞ্চম শ্রেণি থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত যে কোনো শ্রেণিতে পড়াশোনা করলে তাদের জন্যও এককালীন শিক্ষা বাবদ অর্থের স্কলারশিপ দেওয়া হবে। এই পর্যায়ে ফ্রেশ কিংবা রিনুয়াল যে কোনো ক্ষেত্রে আবেদন করতে হলে আবেদনের তারিখ ২ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত এবং একই মাসে ফের ২০ জানুয়ারি ৩০ পর্যন্ত রাখা হয়েছে।
অপরদিকে, পোস্ট মাধ্যমিক পর্যায়ে উচ্চ মাধ্যমিক স্তরের একাদশ কিংবা দ্বাদশ, যে কোনো শ্রেণিতে পড়াশোনা করলে আবেদন করতে পারবে ছাত্রছাত্রীরা এবং তাদের জন্য এককালীন পড়াশোনা বাবদ টাকা দেওয়া হবে ও উচ্চ শিক্ষার ক্ষেত্রে কলেজ কিংবা ইউনিভার্সিটিতে যে কোনো শিক্ষা বর্ষে পড়াশোনা করলে আবেদন করতে পারবে। এই পর্যায়ে ৩১ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।
এছাড়াও, আবেদন সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে হলে https://www.wbmdfc.org/Home/scholarship এই লিঙ্কে ক্লিক করে জানা যাবে। পাশাপাশি, ০৩৩-৪০০৪-৭৪৬৮ এবং ০৩৩-৪০০৪-৭৪৬৯ এই দু’টি ফোন নম্বরে যোগাযোগ করেও বিশদে জানতে পারা যাবে।