হয়ে যান সতর্ক! মোবাইলে ২ টি সিম ব্যবহার করলেই দিতে হবে এক্সট্রা চার্জ, নিয়ম পরিবর্তন করছে TRAI

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে মোবাইল ব্যবহার করেন না এমন ব্যক্তির রীতিমতো খুঁজে পাওয়াই মুশকিল। আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে এই ডিভাইস। এমতাবস্থায়, আপনি যদি আপনার মোবাইল ফোনে দু’টি সিম কার্ড (Sim Card) ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে এই প্রতিবেদনটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। কারণ, জানা যাচ্ছে যে এবার মোবাইল ফোনে দু’টি সিম কার্ড রাখার জন্য আপনাকে অতিরিক্ত চার্জ দিতে হতে পারে। আমরা এটা বলছি কারণ Telecom Regulatory Authority of India অর্থাৎ TRAI সিম কার্ডের নিয়মে কিছু পরিবর্তন করতে পারে। এমন পরিস্থিতিতে, ফোনে দু’টি সিম কার্ড ব্যবহার করলে এবার সাবধান হতে হবে।

সম্প্রতি এমন কিছু রিপোর্ট সামনে আসছে যেগুলিতে বলা হচ্ছে TRAI শীঘ্রই সিম কার্ডের নিয়ম পরিবর্তন করতে পারে। এমতাবস্থায়, কেউ অপ্রয়োজনে ফোনে দু’টি সিম কার্ড ব্যবহার করলে তাঁর কাছ থেকে অতিরিক্ত চার্জ নেওয়া হতে পারে। এর অর্থ হল, আপনি যদি একটি মাত্র সিম ব্যবহার করেন কিন্তু ফোনে দু’টি সিম ইনস্টল থাকে, সেক্ষেত্রে আপনাকে অতিরিক্ত টাকা দিতে হতে পারে। গ্রাহকদের কাছ থেকে এই চার্জ মাসিক বা বার্ষিক ভিত্তিতে নেওয়া হতে পারে।

একটি নতুন পরিকল্পনা তৈরি করতে পারে TRAI: জানা গিয়েছে যে, মোবাইল অপারেটরদের থেকে মোবাইল ফোন এবং ল্যান্ডলাইনের জন্য অতিরিক্ত চার্জ নেওয়ার জন্য TRAI একটি পরিকল্পনা তৈরি করতে পারে। এমনটা হলে মোবাইল অপারেটররা গ্রাহকদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করবে। এমন পরিস্থিতিতে, আপনি যদি আপনার একটি সিম নিষ্ক্রিয় করে রাখেন তবে আপনাকে অতিরিক্ত চার্জ দিতে হতে পারে।

 If you use 2 sims in mobile, you will have to pay extra charges.

মোবাইল অপারেটররা সিম বন্ধ করছে না: TRAI অনুসারে, মোবাইল অপারেটররা সেই সমস্ত ব্যবহারকারীদের নম্বর ব্লক করছে না যাঁরা দীর্ঘদিন ধরে তাঁদের সিম কার্ড সক্রিয় করেননি। মোবাইল অপারেটররা মোবাইল নম্বর বন্ধ করে তাঁদের ব্যবহারকারীর সংখ্যা হ্রাস করতে চাইছে না। অথচ নিয়ম হচ্ছে, দীর্ঘদিন ধরে সিম কার্ড ব্যবহার না করলে তা ব্ল্যাক লিস্ট করে বন্ধ করে দিতে হবে। এমন পরিস্থিতিতে মোবাইল অপারেটরদের ওপর জরিমানা করতে পারে TRAI।

আরও পড়ুন: “অনুগ্রহ করে শুনবেন…..”, এবার হাওড়া থেকে চলবে মিনি বন্দে ভারত, পাড়ি দেবে বাঙালির প্রিয় ডেস্টিনেশনে

রিপোর্টে বলা হয়েছে, এই সময়ে মোবাইল নম্বর নিয়ে অনেক সমস্যা রয়েছে। বেশিরভাগ ব্যবহারকারী তাঁদের ফোনে দু’টি সিম ব্যবহার করেন। যদিও, অধিকাংশ ক্ষেত্রেই সকলে একটিমাত্র সিম সক্রিয় করে রাখেন। যেখানে দ্বিতীয় সিমটি মাঝে মাঝে ব্যবহার করা হয়। এমন পরিস্থিতিতে মোবাইল নম্বরে অতিরিক্ত চার্জ নেওয়ার পরিকল্পনা করা যেতে পারে।

আরও পড়ুন: ফ্লোরিডায় প্রাকৃতিক দুর্যোগ, বন্যায় জলমগ্ন মাঠ ঘাট! খেলা না হলে বিশ্বকাপ থেকে বিদায় পাকিস্তানের

২১৯ মিলিয়নেরও বেশি নম্বর নিষ্ক্রিয়: TRAI-এর তথ্য অনুযায়ী, বর্তমানে ২১৯ মিলিয়নেরও বেশি মোবাইল নম্বর দীর্ঘদিন ধরে সক্রিয় নেই। ওইসব মোবাইল নম্বরকে ব্ল্যাক লিস্ট ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। জানিয়ে রাখি যে, মোট মোবাইল নম্বরের ১৯ শতাংশ জুড়ে এই গুরুতর সমস্যা রয়েছে। উল্লেখ্য যে, সরকার মোবাইল অপারেটরদের কাছে মোবাইল নম্বরের একটি সিরিজ জারি করে। TRAI-এর মতে, মোবাইল নম্বর সীমিত পরিমাণে উপলব্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে এগুলিকে সঠিক পদ্ধতিতে ব্যবহার করতে হবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর