ট্রেনে একাকীত্বে সফর করতে চান? তাহলে বুক করুন এই টিকিট! কেউ করবে না বিরক্ত

বাংলা হান্ট ডেস্ক: ভারতে (India) সংযোগ ব্যবস্থার প্রাণকেন্দ্রই হলো রেল (Indian Railways) ব্যবস্থা। প্রতিদিন কোটি কোটি মানুষ এই রেল ব্যবস্থার সাহায্যেই দেশের বিভিন্ন প্রান্তে নিজেদের গন্তব্যস্থলে পৌঁছে যান। আর বন্দেভারতের মত সেমি হাইস্পিড ট্রেন আসার পর তো আর কোন কথাই নেই। দেশের হাজার হাজার মানুষের মুখে হাসি ফুটিয়েছে এই সেমি হাইস্পিড ট্রেন।

এখন আপনিও যদি রেলপ্রেমী হয়ে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই জানেন যে, ট্রেনে অনেকগুলি বিভাগ রয়েছে। এর মধ্যে রয়েছে জেনারেল, স্লিপার, থার্ড এসি, সেকেন্ড এসি এবং ফার্স্ট এসি ইত্যাদি। অনেকেই হয়ত জানেন যে, এইসব কোচের মধ্যে ভাড়ার ব্যাপাক পার্থক্য রয়েছে। কিন্তু জানেন কি ভাড়া অনুযায়ী এইসব কোচের সুযোগ-সুবিধার কী কী পার্থক্য রয়েছে?

জানিয়ে দিই প্রথম শ্রেণীর শীতাতপ নিয়ন্ত্রিত কোচের ভাড়া তৃতীয় শ্রেণীর শীততাপ নিয়ন্ত্রিত কোচের ভাড়ার চেয়ে প্রায় তিনগুণ বেশি। প্রথম শ্রেণির শীতাতপ নিয়ন্ত্রিত কোচগুলি সাধারণত দূরপাল্লার ট্রেনগুলিতে লাগানো হয়। এই শ্রেণিতে যাতায়াতের জন্য যাত্রীদের বেশি টাকা দিতে হয়। ট্রেনের সবচেয়ে ব্যয়বহুল কোচ এটি। আসুন জেনে নেওয়া যাক এত বেশি ভাড়ায় যাত্রীরা কী কী সুবিধা পেয়ে থাকেন।

indian railways (4)

ফার্স্ট এসি কোচের সুবিধা: ফার্স্ট এসি-তে আপনি বাকি ক্যাটাগরির তুলনায় অনেক বেশি সুবিধা পাবেন। এতে আপনি পেয়ে যাবেন একটি ব্যক্তিগত কেবিন। এই কেবিনে দুটি আসন রয়েছে‌। তারসাথে দেওয়া হয় লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট এবং চা, কফি ইত্যাদি। এইসব খাবারের জন্য কোন অতিরিক্ত টাকা নেয়না রেল।

গোপনীয়তা বজায় থাকে : আপনি যদি নিজের প্রাইভেসিকে খুব ভালোবাসেন তাহলে ফার্স্ট ক্লাস এসি আপনার জন্য একেবারে পারফেক্ট। বিশেষ করে সঙ্গীকে নিয়ে রেল সফরের জন্য এক্কেবারে আদর্শ হল ফার্স্ট ক্লাস এসি কোচ।

পরিষ্কার-পরিচ্ছন্নতার যত্ন নেওয়া হয় : ট্রেনের প্রথম শ্রেণির কোচগুলিতেও পরিচ্ছন্নতার বিশেষ যত্ন নেওয়া হয়। এটিতে আপনি একটি পরিষ্কার কেবিন পাবেন। এ ছাড়া ফার্স্ট এসি কোচের ক্যাটারিং-ও খুব ভালো। খাবারের গুনগত মান এবং হাইজিন দুটোর উপরেই নজর দেয় রেল।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর