বাংলাহান্ট ডেস্কঃ জলই জীবন, জলের অপচয় দন্ডনীয় অপরাধ। দিল্লী (Delhi) সরকার জলের অপচয়ের বিরুদ্ধে নিতে চলেছে এক বড় পদক্ষেপ। যার ফলে এবার থেকে জল অপচয় করতে গেলে একবার হলেও ভাবতে হবে সাধারণ মানুষকে।
পানীয় জলের সংকট
সমগ্র পৃথিবীতে জলের ভাগ বেশি থাকলেও, বিশ্বের এমনও অনেক জায়গা আছে, যেখানকার মানুষকে শুদ্ধ পানীয় জল পেতে গেলে কয়েক মাইল হেঁটে যেতে হয়। তৃষ্ণার্ত সন্তান অনেক সময় জলের তেষ্টায় কেঁদে ওঠে। এদিকে আবার ভৌম জলের পরিমাণও অনেক কমে যাচ্ছে বলে জানা গেছে।
পানীয় জলের অপচয়
অনেক সময় দেখা যায়, জলের ট্যাঙ্ক ভর্তি হয়ে গেলেও, লোকেরা জল বন্ধ করতে ভুলে যান। আবার অনেক ক্ষেত্রে দেখা যায়, পানীয় জল দিয়েই অনেকে বাগান পরিচর্যা, গাড়ি ধোঁয়া আবার নোংরা পরিষ্কারের কাজও করেন। সেক্ষত্রেও কিন্তু পানীয় জলের অপচয়ই হচ্ছে।
দিল্লী সরকার নিল এক বড় পদক্ষেপ
সবদিক বিচার করে, দিল্লি জল বোর্ড, রাজস্ব বিভাগ এবং ভিজিল্যান্স বিভাগের আধিকারিকরা ঘোষণা করল এক বড় বিজ্ঞপ্তি। এবার থেকে জলের অপচয়ে দিতে হবে মোটা অংকের জরিমানা। প্রয়োজনে কেউ পানীয় জলের অপচয় সংক্রান্ত অভিযোগ করলে, তা খতিয়েও দেখা হবে। জল বোর্ডের কেন্দ্রীয় কল সেন্টারে ১৯১৬ নম্বরে জল অপচয় সংক্রান্ত অভিযোগ নথিভুক্ত করা যাবে। তবে অভিযোগকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
জলের অপচয়ে দিতে হবে জরিমানা
দিল্লীতে পানীয় জলের চাহিদা প্রতিদিন ১২০০ মিলিয়ন গ্যালন রয়েছ। তবে জল বোর্ডের কাছে প্রতিদিন ৯৩৫ এমজিডি পানীয় জল সরবরাহ করা হচ্ছে। তাই দিল্লী সরকার এবার এক সিদ্ধান্তে এসেছে, যেখানে বলা হয়েছে- জলের অপচয় করলে প্রথমে ২ হাজার টাকা জরিমানা দিতে হবে। তবে কোন ব্যক্তি যদি একই অপরাধ বার বার করতে থাকেন, তাহলে তাঁর ক্ষেত্রে প্রতি বারে ৫০০ টাকা ফাইন নেওয়া হবে। এই জরমানার অর্থ প্রতি সপ্তাহে জল বোর্ড সদর দফতরে জমা দিতে হবে।