ইফতার পার্টি নিয়ে কোনও হেলদোল নেই বঙ্গ বিজেপির!

 

বাংলা হান্ট ডেস্ক : পবিত্র ঈদে আর বাকি মাত্র দু’দিন। এমন সময় শাসক দল তৃণমূলের তরফ থেকে একাধিক ইফতার পার্টির আয়োজন করলেও এই বিষয়ে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই বঙ্গ বিজেপির।বাংলায় ভোটে যে মেরুকরণ তৈরি হয়েছে তা থেকে আরও রাজনৈতিক সুফল পেতে চায় তারা।তাই বলাবাহুল্য, এবারেও তাই রাজ্য বিজেপির তরফ থেকে ইফতার পার্টির কোনও রকম আয়োজন করা হচ্ছে না।

এই ইফতার পার্টির প্রসঙ্গে বিজেপি দলের সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি আলী হোসেন বলেন বিভিন্ন রাজনৈতিক দল ভুট রাজনীতির স্বার্থে এই ইফতার পার্টির আয়োজন করছে।

cf3dc bjp flag

আমরা এর বিরুদ্ধে।” তাই এই বছরেও কোন রকম ইফতার পার্টির আয়োজন করছে না বঙ্গ বিজেপি।

সম্পর্কিত খবর