পাকিস্তানের বিরুদ্ধে লাল কার্ড দেখে আফসোস নেই! “আমি যোদ্ধা” মন্তব্য ভারতীয় কোচের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গত ২১শে জুন ২০২৩ সাফ চ্যাম্পিয়নশিপের (SAFF Championship) প্রথম ম্যাচে প্রতিবেশী পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারত (Indian Football Team)। ফিফা (FIFA) ক্রমতালিকায় অনেক পিছিয়ে থাকা পাকিস্তানের বিরুদ্ধে (India vs Pakistan) দাপুটে জয় আশা করেছিলেন সমর্থকরা। আর ঠিক তেমনটাই হয়েছিলো। ৫ বছরের ব্যবধানে একে অপরের মুখোমুখি হওয়ার পর পাকিস্তানকে গোলের মালা পড়িয়েছিলেন সুনীল ছেত্রীরা (Sunil Chhetri)। হ্যাটট্রিক করেছিলেন ভারত অধিনায়ক।

কিন্তু ওই ম্যাচে মেজাজ হারিয়ে ও খেলায় বিঘ্ন ঘটানোর কারণে লাল কার্ড দেখেন ভারতীয় কোচ ঈগর স্টিম্যাক। সেই সময় পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে উঠেছিল। তবে তাতে ভারতের খেলায় কোনও প্রভাব পড়েনি। শেষপর্যন্ত ৪-০ ফলে পাকিস্তানকে হারিয়ে সাফ কাপের অভিযান অত্যন্ত ইতিবাচকভাবে শুরু করেছে ভারত।

কিন্তু ঈগর স্টিম্যাককে কেন লাল কার্ড দেখান ম্যাচ রেফারি। ম্যাচের ৪৪ মিনিটে পাক অধিনায়ক বশির যখন একটি থ্রো নিতে যাচ্ছিলেন, তখন ভারতীয় কোচ স্টিম্যাক তার হাত থেকে বল ফেলে দিয়ে তাকে আটকানোর চেষ্টা করেন। এরপর পাকিস্তানের ফুটবলাররা তাকে সরাসরি আক্রমণ করতে আসেন এবং তাদেরকে বাধা দেন ভারতীয় ফুটবলাররা। দুই পক্ষের ফুটবলারদের মধ্যে হাতাহাতি হওয়ার উপক্রম হয়।

তবে সুনীল ছেত্রী ও পাক অধিনায়ক হাসান বশির ঝামেলার সময় প্রশংসনীয় ভূমিকা পালন করেন পরিস্থিতি স্বাভাবিক করতে। এরপর বাকি ম্যাচ অফিসিয়ালদের সঙ্গে আলোচনা করে রেফারি লাল কার্ড দেখান ভারতীয় কোচকে। ওই ঘটনার পর আগ্রাসন দেখানোর পাকিস্তান কোচকেও দেখানো হয় হলুদ কার্ড। তবে এর কোন প্রভাব পড়েনি ভারতের খেলায়।

এই লাল কার্ডের কারণে ভারতের পরের ম্যাচে নেপালের বিরুদ্ধে দলের সঙ্গে থাকতে পারবেন না স্টিম্যাক। কিন্তু সেই নিয়ে তার কোনও আফসোস নেই। তিনি টুইটারে গিয়ে লিখেছেন, “ফুটবল মানেই আবেগ, বিশেষ করে যখন আপনি আপনার দেশের জন্য মাঠে নামেন। আপনি গতকাল আমার কর্মের জন্য আমাকে ঘৃণা বা ভালোবাসতে পারেন, কিন্তু আমি একজন যোদ্ধা এবং অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে মাঠে আমাদের ছেলেদের রক্ষা করার জন্য আমি আবার এটি করব।”

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর