IIT ও AIIMS এর মিলিত টীম তৈরি করছে কম খরচে ভেন্টিলেটর, করোনার বিরুদ্ধে লড়াইতে চলছে জোর পস্তুতি

Published On:

গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ৬৩ হাজার ৯২৮। মৃত্যু হয়েছে প্রায় ৩৩ হাজারের বেশী মানুষের। করোনা ভাইরাস যেন ক্রমশ শক্তিশালি হচ্ছে। আর তার মধ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত সংখ্যা।

আর ভারোতেও এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা প্রায় ১২০০ এর বেশী। আইআইটি রুরকি থেকে অধ্যাপক অক্ষয় দ্বিবেদী এবং অধ্যাপক অরূপ কুমার দাস এইমস এর ডাঃ দেবেন্দ্র ত্রিপাঠীর সাথে কাজ করে

বলেছিলেন ভেন্টিলেটরগুলি তৈরি করতে। লকডাউন চলাকালীন দুটি প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা দূর থেকেই যোগাযোগ করে ভেন্টিলেটর সম্পর্কিত গবেষণা করার কথা জানান।

আইআইটি রুরকি, টিঙ্কারিং ল্যাবরেটরির কো-অর্ডিনেটর অধ্যাপক অক্ষয় দ্বিবেদী বলেছিলেন, “আমরা একটি পরীক্ষার মাধ্যমে ফুসফুসে সফলভাবে ভেন্টিলেটরি প্রয়োজনীয়তা অর্জন করেছি। শিশু এবং এমনকি বেশি ওজনের প্রাপ্তবয়স্ক উভয়ের জন্যই ব্যবহার করা যেতে পারে।” বলে জানান তিনি

সম্পর্কিত খবর

X