ফের ভবিষ্যদ্বাণী IIT বাবার! কোন দল জিতবে IPL? জানিয়ে দিলেন এবার

Published On:

বাংলা হান্ট ডেস্ক: সমগ্র মহাকুম্ভ জুড়েই রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন IIT বাবা (IIT Baba-IPL)। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাওয়া IIT বাবা একাধিকবার জড়িয়েছেন বিতর্কেও। এরোস্পেস ইঞ্জিনিয়ারিং ছেড়ে আধ্যাত্মিকতার পথ বেছে নেওয়া অভয় সিং তথা IIT বাবা সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন এক ভবিষ্যদ্বাণী করেছিলেন। যেখানে তিনি দাবি করেন যে, ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচে জয় ছিনিয়ে নেবে পাকিস্তান। কিন্তু, গ্রিন আর্মিকে সম্পূর্ণরূপে পরাস্ত করে টিম ইন্ডিয়া।

IPL নিয়ে ভবিষ্যদ্বাণী IIT বাবার (IIT Baba-IPL):

সেই সময়ে তাঁর এহেন ভবিষ্যদ্বাণীর জন্য প্রবল সমালোচনার মুখে পড়তে হয় IIT বাবাকে। যদিও, এবার IPL চলাকালীন তিনি ফের ভবিষ্যদ্বাণী করলেন। মূলত, এবারের IPL-এ কোন দল চ্যাম্পিয়ন হবে সেই বিষয়ে বড় প্রতিক্রিয়া জানালেন তিনি (IIT Baba-IPL)। প্রসঙ্গত উল্লেখ্য যে, ইতিমধ্যেই গত মার্চ থেকে শুরু হয়েছে IPL-এর ১৮ তম মরশুম।

IIT Baba-IPL prediction champion update.

ক্রিকেটের অন্যতম জনপ্রিয় এই মেগা টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হবে আগামী ২৫ মে। এমতাবস্থায়, ফাইনাল ম্যাচে কারা মুখোমুখি হবে এবং কে চ্যাম্পিয়ন হবে সেই বিষয়ে এবার ভবিষ্যদ্বাণী করলেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে, এবার চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ফাইনালে একে অপরের মুখোমুখি হবে। শুধু তাই নয়, তিনি এটাও জানিয়েছেন যে এবারে চ্যাম্পিয়ন হবে RCB।

আরও পড়ুন: মহাকাশে এবার অপ্রতিরোধ্য হয়ে উঠবে ভারত! সবাইকে চমকে দিয়ে ISRO যা করল…..জানলে হবে গর্ব

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এখনও পর্যন্ত IPL-এ ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। অপরদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি। এমতাবস্থায়, ধোনি এবং কোহলির দলকে নিয়ে IIT বাবার (IIT Baba-IPL) এহেন ভবিষ্যদ্বাণী ইতিমধ্যেই উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

আরও পড়ুন: রামনবমীতে ইডেনে হবেনা KKR ম্যাচ! পরিবর্তিত সূচি সামনে এনে কী জানাল BCCI?

প্রসঙ্গত উল্লেখ্য যে, চলতি মরশুমে এখনও পর্যন্ত ২ টি ম্যাচ খেলেছে RCB। যেখানে দু’টি ম্যাচেই জয়লাভ করেছে তারা। যার মাধ্যমে পয়েন্ট টেবিলে একদম প্রথম স্থানে রয়েছে বিরাটের দল। অপরদিকে, CSK-ও খেলেছে ২ টি ম্যাচ। যেখানে তারা ১ টিতে জিতেছে এবং পরাজিত হয়েছে ১ টি ম্যাচে। এমতাবস্থায়, আগামী ২৫ মে ইডেন গার্ডেন্সে IPL-এর চূড়ান্ত ম্যাচে RCB এবং CSK আদৌ মুখোমুখি হয় কিনা এবং RCB চ্যাম্পিয়ন হতে পারে কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন ক্রিকেট অনুরাগীরা।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X