বাংলাহান্ট ডেস্কঃ দ্রুত বদলে যাচ্ছে পৃথিবী। সেই সাথে বদলে কাজের ধরন। প্রথাগত কাজের বদলে অন্যরকম পথে উপার্জন করতে চাইছে অনেকেই। এই বিকল্প পথ গুলির মধ্যে অন্যতম একটি জৈব চাষ। এই চাষে প্রথাগত কৃষিকাজের মত পরিশ্রম করতে হয় না, উপার্জনও কয়েক গুন বেশী।
সম্প্রতি আইআইটি বোম্বের এক পড়ুয়া তথাগত এই জৈব চাষকে অন্যমাত্রায় নিয়ে গিয়েছে। তার কথায়, ‘আমি আইআইটি বোম্বাই থেকে পড়াশোনা করেছি, তবে পড়াশোনা করার পরে, আমি কোনও সংস্থায় চাকরির চেষ্টা করিনি। গ্রামে ফিরে জৈব চাষ শুরু করেছি’। 3 বছরের কঠোর পরিশ্রমে এখন তিনি 9 লক্ষ টাকা উপার্জন করছেন।
তথাগত মধ্য প্রদেশের শাজাপুর জেলার কালাপিপাল তহসিলের বাসিন্দা। তিনি মাওলানা আজাদ ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি ভোপাল থেকে বিটেক এবং আইআইটি বোম্বে থেকে মাস্টার্স করে জৈব চাষকে পেশা হিসাবে বেছে নিয়েছেন।
তথাগত এর ১৮ একর জমিতে বর্তমানে ১৭ প্রকারের ফসল জন্মাচ্ছে। হলুদ, আদা, লেবু ঘাস এবং ছোলা জাতীয় ফসল রয়েছে। জৈব চাষের পাশাপাশি পশুপালন ও জৈব সারও তৈরি করে উপার্জন করছেন। এই মুহুর্তে সে প্রতি একরে 50 হাজার টাকা উপার্জন করছেন যা বার্ষিক 9 লক্ষ টাকা।