বাংলাহান্ট ডেস্ক : বিভিন্ন গবেষণা রিপোর্ট দাবি করছে ক্রমাগত দেশে ‘শিক্ষিত বেকারের’ সংখ্যা বেড়েই চলেছে। এমনকি বহু মেধাবী পড়ুয়াও আক্ষেপ করে থাকেন যে ভারতে মোটেও সুবিধার নয় চাকরির বাজার। তবে দেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা যখন এই ধরনের সমস্যার সম্মুখীন হন, তখন স্বাভাবিকভাবেই বাড়ে উদ্বেগ।
প্রতিবছর প্লেসমেন্ট সিজনের দিকে চেয়ে অপেক্ষা করে থাকেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT)-এর পড়ুয়ারা। তবে চলতি বছর IIT মুম্বাইয়ের ২০০০ ছাত্রের মধ্যে ৭১২ জন অর্থাৎ প্রায় ৩৬ শতাংশ ছাত্রের ভাগ্যে এখনো জোটেনি চাকরি। আইআইটি প্লেসমেন্টের ডেটাতে ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্র এবং গ্লোবাল আইআইটি অ্যালামনাই সাপোর্ট গ্রুপের প্রতিষ্ঠাতা ধীরাজ সিং দ্বারা এই তথ্য প্রকাশিত হয়েছে।
আরোও পড়ুন : IPL’র প্রভাব বাংলা টেলি সিরিয়ালে! বেঙ্গল টপারের TRP নম্বর মাত্র ৭.৮; দাঁড়াতে পারল না ফুলকি, জ্যাজ
আইআইটি বম্বে-এর প্লেসমেন্ট সেলের একজন আধিকারিক জানাচ্ছেন, ‘বেশিরভাগ কোম্পানি ইনস্টিটিউট দ্বারা পূর্ব-নির্ধারিত বেতন প্যাকেজ গ্রহণ করতে অক্ষম। তারা আসতে রাজি হওয়ার আগে অনেক দফা আলোচনা হচ্ছে’। আইআইটি মুম্বাইয়ের ৩৫.৮ শতাংশ শিক্ষার্থী এখনো পর্যন্ত প্লেসমেন্ট পাননি, যা কিনা গত সিজনের তুলনায় ২.৮ শতাংশ বেশি।
আইআইটি বম্বের ২২০৯ ছাত্রদের মধ্যে ২০২৩ সালে প্লেসমেন্ট পেয়েছিলেন ১৪৮৫ জন। ফাইনাল ইয়ারের এক ছাত্রের কথায়, ‘আমি কঠোর প্রস্তুতি নিলাম কিন্তু রিয়েল-টাইম চাপ মোকাবেলা করতে পারিনি এবং চাকরি পেতে ব্যর্থ হয়েছি। কিছু কোম্পানির প্রতিনিধিরা আমাদের জানিয়েছেন যে তারা গত বছরের তুলনায় প্লেসমেন্ট ৫০ শতাংশ কমিয়েছে’।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার