এবার আরও শক্তিশালী হবে ভারতীয় সেনা! শত্রুদের কুপোকাত করতে বড়সড় চমক খড়গপুর IIT-র

বাংলাহান্ট ডেস্ক : অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন তৈরিতে এবার বড় সফলতার মুখ দেখবে বাংলার খড়গপুর আইআইটি (IIT Kharagpur)। জনপ্রিয় এই শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতায় তৈরি হবে অত্যাধুনিক প্রযুক্তির প্রতিরক্ষা ড্রোন। অত্যাধুনিকতার পাশাপাশি ড্রোন তৈরির ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে এর কার্যক্ষমতার উপরেও।

খড়গপুর আইআইটির (IIT Kharagpur) ড্রোন তৈরি

জানা যাচ্ছে, খড়গপুর আইআইটির (IIT Kharagpur) সহযোগিতায় যে ড্রোন তৈরি হবে সেটিকে দেখতে অনেকটা বিমানের মতো। সূত্রের খবর, এই ড্রোন চলবে পেট্রোল অথবা মিথাইলের সাহায্যে। অত্যাধুনিক এই ড্রোনকে দেখলে ছোট্ট বিমান বলে ভুল হতে পারে। যুদ্ধবিমানের একটি ক্ষুদ্র সংস্করণ বলা যেতে পারে অত্যাধুনিক এই ড্রোনকে।

আরোও পড়ুন : নিয়োগ মামলায় জামিন চাইলেন ‘কালীঘাটের কাকু’, স্বাস্থ্যের রিপোর্ট চাইল হাই কোর্ট

এতদিন প্রতিরক্ষা খাতে ব্যবহারের জন্য এই ধরনের ড্রোন আমদানি করা হত বিদেশ থেকে। তবে এবার অত্যাধুনিক প্রযুক্তির এই ড্রোন তৈরি হচ্ছে দেশের মাটিতেই। এই ড্রোনের (Drone) সাহায্যে অনেক উঁচু স্থান থেকেও তোলা যাবে ছবি। সেই ছবির গুণগত মানও খুবই উচ্চমানের। পাশাপাশি শত্রু ঘাঁটিতে হামলা করতেও সাহায্য করবে এই ড্রোন।

আরোও পড়ুন : জব্বর খবর! গল্প ফুরোনোর আগেই নতুন মেগায় “বেঙ্গল টপার” নায়ক, ১ বছর পর কামব্যাক জি এর নায়িকার

সূত্রের খবর, এই অত্যাধুনিক প্রযুক্তির ড্রোনের একটি ওয়ার্কশপ থাকবে বাংলায় (West Bengal) আইআইটির খড়্গপুরের ক্যাম্পাসের মধ্যেও। এই ড্রোন নির্মাণকারী সংস্থা জানিয়েছে, ড্রোন তৈরিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে খড়গপুর আইআইটি। প্রতিরক্ষা ছাড়াও কৃষিক্ষেত্রে ব্যবহার করা যাবে এই ড্রোন। অন্যান্য ড্রোনের থেকে এই ড্রোন একদিকে যেমন ওজনে হালকা, তেমনই শক্তিশালীও বটে।

IIT Kharagpur action against enemy

জানা গেছে, উন্নত মানের আধুনিক প্রযুক্তির এই ড্রোন তৈরি হচ্ছে ভুবনেশ্বরের বিখ্যাত ড্রোন প্রস্তুতকারক সংস্থা উইভিলস ড্রোনস ও আইআইটি খড়্গপুরের সহযোগিতায়। এই ড্রোন চালানো সম্ভব পেট্রল, মিথানল বা ব্যাটারির সহযোগিতায়। গতির দিক থেকে এই ড্রোন অনেকটাই উন্নত। আধুনিক প্রযুক্তির ড্রোনের জন্য দেশের প্রতিরক্ষা ক্ষেত্রেকে আর বিদেশি সংস্থার মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। দেশের মাটিতেই আগামী দিনে এই ধরনের আরো উন্নত প্রযুক্তির ড্রোন তৈরির লক্ষ্যমাত্রাও নেওয়া হয়েছে সরকারের তরফে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর