বাংলাহান্ট ডেস্ক: আইআইটি খড়গপুর (IIT Kharagpur) অনেকের কাছে স্বপ্নের মতো। বহু পড়ুয়ার স্বপ্নের প্রতিষ্ঠান হল আইআইটি। যেখানে তারা কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পড়তে যায়। দেশের সেরা প্রতিষ্ঠানের তালিকায় জায়গা করে নিয়েছে আইআইটি খড়গপুর। জয়েন্ট এন্ট্রান্সে প্রথম সারির পড়ুয়ারাই এখানে পড়ার সুযোগ পায়।
তবে এ বার নতুন এক উদ্যোগের কথা ঘোষণা করেছেন প্রতিষ্ঠানের ডিরেক্টর অধ্যাপক বীরেন্দ্র কুমার তিওয়ারি। এ বার আইআইটি খড়গপুরে পড়তে গেলে ভর্তি হতে হবে না। দেশের যে কোনও ইঞ্জিনিয়ারিং পড়ুয়াই এখনে পড়তে পারবে আইআইটি-র ক্যাম্পাসে।
সম্প্রতি দেশ ও বিদেশের প্রাক্তনীদের কাছে তৃতীয় বারের জন্য বার্ষিক রিপোর্ট কার্ড প্রকাশ করা হয়। সেখানে প্রতিষ্ঠানের বিগত বছরগুলির কার্যকলাপের সঙ্গে আগামী বছরের পরিকল্পনাও জানানো হয়। আইআইটি খড়গপুরের ডিরেক্টর বলেন, “আগামী বছর থেকে বাইরের বিশ্ববিদ্যালয়ের কোনও পড়ুয়া চাইলে এখানে এসে একটি সেমিস্টারের জন্য পড়তে পারবেন। নিজেদের প্রতিষ্ঠানে যে বিষয় নিয়ে পড়াশোনা করছেন, সেই বিষয়েই পড়তে পারবেন। আমরা সেই সুযোগ করে দেব।”
একইসঙ্গে তিনি জানান, আইআইটি-র কোনও পড়ুয়াও চাইলে একটি সেমিস্টারের জন্য অন্য বিশ্ববিদ্যালয়ে গিয়ে ক্লাস করতে পারবে। বিশেষজ্ঞদের মতে, এই আদান প্রদানের ফলে একদিকে আইআইটি খড়গপুর তাদের পঠন পাঠনের সংস্কৃতি দেশের অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে দিতে পারবে। একইসঙ্গে দেশের অন্যান্য নামী প্রতিষ্ঠানগুলি থেকেও আইআইটি খড়গপুর সমৃদ্ধ হতে পারবে।
ডিরেক্টর অধ্যাপক বীরেন্দ্র কুমার তিওয়ারি জানিয়েছেন, আইআইটি পড়ুয়াদের শুধুই চাকরিমুখী না করে শিল্পমুখী করে তোলার চেষ্টাও করা হবে। সে জন্য তারা পাঠ চলাকালীন দেশ বিদেশের শিল্প প্রতিষ্ঠানগুলিতে ৬ থেকে ৮ মাস অবধি শিক্ষার্থী হিসেবে থাকতে পারবেন। এটি তাদের প্রাপ্ত নম্বর বা গ্রেডের সঙ্গে যুক্ত হবে। প্রতিটি বিভাগ থেকেই পড়ুয়ারা যাতে উদ্যোগপতি হতে পারে, সে জন্য এমন উদ্যোগ নেওয়ার কথা চিন্তা করেছেন অধ্যাপক তিওয়ারি।