বাংলা হান্ট ডেস্ক: এবার চাকরির ক্ষেত্রে রীতিমতো নতুন ইতিহাসের সৃষ্টি করল IIT খড়্গপুর (IIT Kharagpur)। ইতিমধ্যেই সেখানে প্লেসমেন্টের প্রথম সিজন শেষ হয়েছে। যেখানে ১,৬০০-রও বেশি চাকরির অফার পাওয়া গেছে বলে জানা গিয়েছে। অপরদিকে, ইন্টার্নশিপের সুযোগ পেয়েছেন ৯০০ জনেরও বেশি শিক্ষার্থী। ইতিমধ্যেই প্রতিষ্ঠানের তরফে এক বিবৃতি মারফত এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, সিজনটি ৫০০ টিরও বেশি প্রি-প্লেসমেন্ট অফার (পিপিও) দিয়ে শুরু হয়েছিল। এমতাবস্থায়, দ্বিতীয় দিনেই ১,০০০ টিরও বেশি অফার পাওয়া গিয়েছিল।
৩০০ টি কোম্পানি প্রথম প্লেসমেন্ট সিজনে অংশগ্রহণ করে: জানা গিয়েছে, এবারের প্লেসমেন্ট সিজনে IIT-তে CTC রেঞ্জে ৫০ লক্ষ থেকে ২.৬৪ কোটি টাকার মধ্যে ৪৮ টি অফার এসেছে। পাশাপাশি, ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক কোম্পানি থেকেও ৪৫ টিরও বেশি অফার মিলেছে। সর্বোপরি, এই সেশনে পাঁচজন বিদেশি শিক্ষার্থীও চাকরি পেয়েছেন। মূলত, সফ্টওয়্যার, অ্যানালিটিক্স, কনসাল্টিং, কোর ইঞ্জিনিয়ারিং কোম্পানি, ব্যাঙ্কিং, এবং হাই-ফ্রিকোয়েন্সি ট্রেডিং সহ বিভিন্ন সেক্টরে ৩০০-টিরও বেশি কোম্পানি প্রথম প্লেসমেন্ট পর্বে অংশগ্রহণ করে।
এইসব কোম্পানি সামিল ছিল: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এয়ারবাস, দা ভিঞ্চি ডেরিভেটিভস, এক্সেল, অ্যাকসেনচর জাপান, গুগল, মাইক্রোসফট, কোয়ালকম, স্কয়ারপয়েন্ট ক্যাপিটাল, এন কে সিকিউরিটিজ, হিন্দুস্তান ইউনিলিভার, টাটা স্টিলের মতো কোম্পানিগুলি এই প্লেসমেন্ট সিজনে অংশ নেয়। এদিকে, ইনস্টিটিউটের কেরিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের প্রধান এ রাজকুমার জানিয়েছেন, “IIT খড়্গপুরের শক্তিশালী পাঠ্যক্রম এবং শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা এই অসাধারণ সাফল্যের কারণ।”
দ্বিতীয় প্লেসমেন্ট সিজন জানুয়ারিতে শুরু হবে: প্লেসমেন্টের পরবর্তী পর্ব ২০২৩ সালের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে শুরু হওয়ার কথা রয়েছে। এই প্রসঙ্গে রাজকুমার জানিয়েছেন যে, দ্বিতীয় পর্বে আরও কোর কোম্পানিগুলি শিক্ষার্থীদের প্লেসমেন্ট এবং ইন্টার্নশিপের সুযোগ প্রদান করবে বলে মনে করা হচ্ছে।
IIT বোম্বের প্লেসমেন্ট সিজনেও প্রচুর চাকরি: প্রসঙ্গত উল্লেখ্য যে, এর আগে IIT বম্বের ২০২২ সালের প্লেসমেন্ট সিজনেও, প্রচুর চাকরির অফার এসেছে। ইতিমধ্যেই ওই সিজনে পড়ুয়ারা ১,৫০০ টিরও বেশি চাকরির অফার পেয়েছেন। যার মধ্যে ১,২২৪ টি গৃহীত হয়েছে। এছাড়াও, প্লেসমেন্ট ড্রাইভের নবম দিন পর্যন্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তরফে পাওয়া তথ্য অনুসারে জানা গিয়েছে যে, ২৫ জন শিক্ষার্থী বার্ষিক ১ কোটি টাকার উপরে চাকরির অফার গ্রহণ করেছেন।