বাংলাহান্ট ডেস্ক : বেপরোয়া মনোভাবের জন্য বড় দুর্ঘটনার কবলে পড়লেন আইআইটি খড়্গপুরের (Indian Institute of Technology Kharagpur) এক মেধাবী ছাত্র। সম্প্রতি কলেজ ক্যাম্পাসিং এ গুগলের তরফ থেকে বার্ষিক ১ কোটি ৭২ লক্ষ টাকার চাকরি পেয়েছিলেন তিনি। ফাইনাল পরীক্ষার পর কয়েক মাসের মধ্যেই সেই চাকরিতে জয়েন করার কথা ছিল তার। এরই মধ্যে ট্রেন থেকে পড়ে গিয়ে অনিশ্চয়তার মধ্যে ছাত্রের জীবন ও ভবিষ্যৎ।
জানা গেছে এই ছাত্রের নাম অরিত্র সেন। তিনি খড়গপুর আইআইটি কলেজের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-র ফাইনাল ইয়ারের ছাত্র। সম্প্রতি কলেজ ক্যাম্পাসিং এ বিশ্ব বিখ্যাত সংস্থা গুগলে বার্ষিক ১ কোটি ৭২ লক্ষ টাকা প্যাকেজের চাকরিও পেয়েছিলেন। আর মাত্র কিছু মাসের মধ্যে সেই চাকরিতে যোগদান করার কথা ছিল তার। কিন্তু বেপরোয়া মনোভাব ও চূড়ান্ত অসতর্কতা তার ভবিষ্যৎকে ঠেলে দিয়েছে বড় প্রশ্নচিহ্নের মুখে।
সূত্রের খবর, বুধবার দুপুরে খড়গপুর স্টেশন এর চার নম্বর প্লাটফর্মে প্রবেশ করছিল হাওড়া-ঘাটশিলা লোকাল। সেই ট্রেনের যাত্রী ছিলেন অরিত্র। ট্রেনটি যখন চার নম্বর প্লাটফর্মে প্রবেশ করতে থাকে তখন সেই চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পা হরকে পড়ে যান অরিত্র। গুরুতর চোট পান বাঁ পায়ে। এই দুর্ঘটনার পরে গৌতম সামন্ত নামে এক সহযাত্রী অরিত্রকে ভর্তি করে দেন খড়গপুর রেলওয়ে মেইন হাসপাতালে। সেখানে অরিত্র বাম পা কেটে বাদ দিতে হয়। এরপর আইআইটি কর্তৃপক্ষের কাছে খবর গেলে অরিত্রকে ভর্তি করা হয় খড়গপুর আইআইটি ক্যাম্পাসের মধ্যে অবস্থিত বি সি রায় হাসপাতালে। পরে অরিত্রকে চিকিৎসার জন্য পাঠানো হয় কলকাতার এক হাসপাতালে।
খড়গপুর রেলওয়ে সূত্রে জানা গেছে, অনেক যাত্রী সময় বাঁচানোর জন্য চলন্ত ট্রেন থেকেই প্লাটফর্মে নামেন। বারবার নিষেধাজ্ঞা প্রচার করা সত্ত্বেও তারা শোনেন না। এই ধরনের বেপরোয়া মনোভাবের জন্য আজ প্রশ্নের মুখে এক কৃতি ছাত্রের ভবিষ্যৎ।