পুজোর মুখেই পদ্মার ইলিশ এল বঙ্গে, কথা রাখল বাংলাদেশ

বাংলা হান্ট ডেস্ক : বর্ষাকালে বাংলার বাঙালির পাতে ইলিশ ছাড়া দুপুর যেন পোষায় না। এই ভরপুর বর্ষায় ইলিশ পাতুরি বা ইলিশ ভাপা, কিংবা ইলিশের ঝাল বা সর্ষে ইলিশ, উফ যেন জমেই জমে না। মাছের রাজা ইলিশের গন্ধে কাটে বর্ষার দুপুর। তবে এবছর সেভাবে বর্ষা দেখা যায় নি বঙ্গে। যেহেতু দেরিতে বঙ্গে বর্ষা ঢুকেছে তাই আমা বাঙালির ইলিশের স্বাদ সেভাবে নেওয়া হয় নি। তারওপরে আবার চড়া দাম। তাই মধ্যবিত্তের সাধ থাকলেও সাধ্য হল না যে। তবে এবার পুজোর আগেই সুখবর এল বঙ্গে।download 1

ভারতে বাংলাদেশ থেকে 500 টন ইলিশ মাছ আসার খবর ছড়িয়েছিল। আরে বাবা নাহ, তা কিন্তু নেহাতই গুজব নয়। এবার সত্যিই বঙ্গে ইলিশ এল। যেন মা দুর্গার মতো মায়ের আগমনীর সঙ্গে সঙ্গে রবিবার প্রতিপদের শুভ লগ্নে এলে ইলিশ। প্রায় সাত বছর পর হাসিনা সরকার ভারতের পাঠালেন ইলিশ। পুজো উপলক্ষ্যে বাংলাদেশ সরকারের তরফ থেকে এটি উপহার হিসেবে দেওয়া হল।

রবিবার, বেনাপোল বন্দর দিয়ে প্রথম পর্বে 24 মেট্রিক টন ইলিশ পাঠাল বাংলাদেশ। শেষবার তিস্তা জলবন্টন ইস্যু নিয়ে ভারতে বাংলাদেশ 2012 সালে ইলিশ পাঠিয়েছিল। তারপর থেকে বাংলাদেশের পদ্মার ইলিশ যেন ইতিহাসে পরিনত হয়েছে। তবে এবার কথা রাখলেন হাসিনা সরকার। বানিজ্যিক রপ্তানি নয় সৌজন্যবোধ হিসেবেই হাসিনা সরকার ইলিশ পাঠালেন বঙ্গে। তবে প্রথম পর্বে 24 টন ইলিশ পাঠালেনও আগামী 10 অক্টোবরের মধ্যে 500 ইলিশ পাঠাবে বাংলাদেশ।

তবে এবারে বর্ষায় ইলিশের স্বাদ না পেলেও পুজোয় কিন্তু বঙ্বাসী বেশ চেটেপুটে ইলিশের স্বাদ নিতে পারবেন বলেই মনে করা হচ্ছে। তাই সস্তায়ও ইলিশ পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। তাই শুধু পুজোর জন্য ইলিশের অপেক্ষা। আজ থেকে খুশি খুশি মেজাজে রয়েছে রাজ্যবাসী।

সম্পর্কিত খবর