বাংলাহান্ট ডেস্কঃ ভারতে (india) দীর্ঘ মেয়াদি ভিসায় এসে তামাক ও পানমশলার ব্যবসা শুরু করেছিল পাকিস্তানের (Pakistan) নাগরিক। এক বছরেই ১৯ কোটি টাকা জি.এস.টি ফাঁকি দিয়েছে বলে অভিযোগ তার বিরুদ্ধে। ইন্দোর থেকে গ্রেপ্তার করা হয়েছে ঐ ব্যবসায়ীকে।
পাকিস্তান থেকে এসে মাত্র এক বছরের মধ্যেই ৪০ কোটি টাকার পানমশলার ব্যাবসা করেছে। লাভ হয়েছে ৬৬ লাখ টাকা। পাকিস্তান থেকে দীর্ঘমেয়াদি ভিসায় কিভাবে ভারতে এত বড় ব্যাবসা করা সম্ভব তা নিয়ে উঠছে প্রশ্ন।
যদিও শেষ রক্ষা হয় নি। ইন্দোর থেকে সেই পাকিস্তানি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার গুদামে তল্লাশি চালিয়ে ২.২৫ কোটি টাকার বেআইনি পানমশলা বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর পুলিশ সূত্রে। নগদ উদ্ধার হয়েছে ৬৬ লাখ টাকা।
২০১৯ সালের এপ্রিল থেকে এই ব্যাবসা চলছে বলে খবর। স্থানীয় প্রশাসনের সহযোগিতা ছাড়া কিভাবে এই ব্যাবসা ফেঁদে বসা সম্ভব? তা নিয়ে উঠছে প্রশ্ন। পুলিশ অভিযুক্তের কাছ থেকে পাকিস্তানের পাসপোর্ট উদ্ধার করেছে। ইকোনমিক অফেন্স এর উইং কোর্টে পেশ করা হয়েছে তাকে।