মদ বিক্রি হচ্ছে মুদির দোকানে! ধরা পড়তেই পুলিশের দিকে তেড়ে এলেন মহিলা, দক্ষিণ ২৪ পরগণায় তোলপাড়

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ মুদিখানার দোকানের আড়ালে বেশ ভালোই চলছিল মদ বিক্রি। স্থানীয়দের অভিযোগ দক্ষিণ ২৪ পরগণার মৈপীঠ কোস্টাল থানার অন্তর্গত হুকাহারনিয়া বাজার এলাকায় বিশ্বজিৎ সাহু নামে এক ব্যক্তি মুদির দোকানের মধ্যেই বহুদিন ধরে মদ বিক্রি করছিলেন। এলাকার বাসিন্দাদের অভিযোগ এরফলে এলাকার পরিবেশ নষ্ট হয়েছিল। বহু যুবক নাকি এই কারণে বিপথে  যেতে শুরু করেছিলেন। তাই এলাকাবাসীরা একেবারে লাঠি-সোটা হাতে নিয়ে চড়াও হয়েছিলেন ওই দোকানের মালিক বিশ্বজিৎ সাহুর ওপর। এরপর খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

রাজ্যে (West Bengal) মুদির দোকানের আড়ালে বিক্রি হচ্ছে মদ

মুদির দোকানে মদ বিক্রির রমরমা ঘটনার খবর পেয়ে ঘটনাচলে ছুটে আসে পুলিশ। কিন্তু সেখান যেতেই স্থানীয়দের চরম হেনস্থার মুখে পড়তে হয় পুলিশকে। অভিযোগ হাতে মস্ত লাঠি নিয়ে আশপাশের মহিলারা তেড়ে আসেন পুলিশের দিকে। ঘিরে ধরেন চারিদিক থেকে। অভিযোগ পুলিশের সাথেই  এদিন ব্যাপক ধস্তাধস্তি বেঁধে যায়।

আরও পড়ুন: শাঁখা-পলা পরতে বাধা! কালো হিজাব পরতে হবে, মোথাবাড়িতে পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ হিন্দু মহিলাদের

পুলিশ দেখেই এদিন এলাকার মহিলারা তাদের ঘিরে ধরে জানতে চান থানার কাছাকাছি এলাকাতে এমন ঘটনা ঘটলেও পুলিশের কোন পদক্ষেপ কেন করেনি? সংবাদমাধ্যমের ক্যামেরায় দেখা গিয়েছে এই অভিযোগে পুলিশের উর্দি ধরে রীতিমতো শাসাতে শুরু করে এলাকার মহিলারা। এমনকি দোকানের মালিকেও টেনে নামিয়ে আনার চেষ্টা পর্যন্ত করা হয়েছে বলে অভিযোগ।

Grocery shop

মুদিখানার দোকানে মদ বিক্রির এই খবর পাওয়ার পর পুলিশ ঘটনার স্থলে যেতেই স্থানীয় মহিলাদের সাথে তুলকালাম বেঁধে যায়। মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সূত্রের খবর, এদিন অভিযুক্ত মুদিখানার মালিক বিশ্বজিৎ সাহুকে গ্রেফতার করেছে মৈপীঠ কোস্টাল থানার পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে মৈপীঠ কোস্টাল থানার পুলিশ। তবে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন তাঁরা।

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর

X