পরপর দুদিন অনুপ্রবেশের চেষ্টা সলমনের অ্যাপার্টমেন্টে! নিরাপত্তার কড়াকড়ির মাঝেও বিপদে ভাইজান?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ক্রমশ চিন্তা বাড়ছে সলমন খানের (Salman Khan) নিরাপত্তা নিয়ে। অনেকদিন ধরেই বিষ্ণোই গ্যাং এর নিশানায় রয়েছেন তিনি। বহুবার পেয়েছেন খুনের হুমকি। এমনকি একাধিক বার তাঁর প্রাণনাশের চেষ্টাও হয়েছে। যদিও ভাগ্যক্রমে প্রতিবারই রক্ষা পেয়েছেন তিনি। বাড়ানো হয়েছে তাঁর নিরাপত্তাও। কিন্তু তা সত্ত্বেও নিরাপত্তায় কোথাও না কোথাও ফাঁক থেকেই যাচ্ছে। সম্প্রতি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে পরপর দুদিন অনধিকার প্রবেশের ঘটনায় আবারো তাঁর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

সলমনের (Salman Khan) অ্যাপার্টমেন্টে অনুপ্রবেশের চেষ্টা

বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে বাস সলমনের (Salman Khan)। গত সোম এবং মঙ্গলবার সেখানে দুজন যুবক যুবতী বেআইনি ভাবে অনুপ্রবেশের চেষ্টা করেন বলে জানা গিয়েছে। গত সোমবার ইশা ছাবরা নামে এক মহিলা বেআইনি ভাবে অ্যাপার্টমেন্টে ঢুকতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হন। আপাতত তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আবার তার পরেরদিনই মঙ্গলবার এক যুবক বেআইনি ভাবে ঢুকে পড়ার চেষ্টা করেন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে।

Illegal trespassing incident in Salman Khan apartment

পরপর দুদিন অনুপ্রবেশের চেষ্টা: পুলিশের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার আবারো এক যুবক বেআইনি ভাবে ঢোকার চেষ্টা করেন সলমনের (Salman Khan) অ্যাপার্টমেন্টে। পুলিশ সূত্রে খবর, ওই যুবকের নাম জিতেন্দ্র কুমার সিং। মঙ্গলবার সকালেই নাকি প্রথম বার পুলিশের নজরে আসে ওই যুবক। পুলিশকর্মীরা তাঁকে বেরিয়ে যেতে বললে রেখে যান যুবক। এমনকি রাগের চোটে নিজের মোবাইল ফোন পর্যন্ত নাকি ভেঙে ফেলেন তিনি। কিন্তু হাল ছাড়েননি যুবক।

আরো পড়ুন : TRP-তে পিছিয়ে, ‘কুসুম’ আসতেই স্লট ছাড়তে হচ্ছে জি এর এই সিরিয়ালকে

কী জানাল পুলিশ: ওইদিনই সন্ধ্যায় ফের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ঢোকার চেষ্টা করেন ওই ব্যক্তি। পুলিশ তদন্তে নেমে জানতে পারে, ওই অ্যাপার্টমেন্টেরই অন্য এক বাসিন্দার গাড়িতে লুকিয়ে ভেতরে ঢোকেন তিনি। যদিও শেষমেষ পুলিশি তল্লাশিতে তিনি ধরা পড়ে যান বলে খবর। বান্দ্রা পুলিশ সূত্রে খবর, ওই যুবক ছত্তিশগড়ের বাসিন্দা। জিজ্ঞাসাবাদে পুলিশকে ওই যুবক জানিয়েছেন, সলমনের (Salman Khan) সঙ্গে তিনি দেখা করতে চেয়েছিলেন। কিন্তু পুলিশ যেতে বাধা দেওয়ায় লুকিয়ে ঢোকার চেষ্টা করেন তিনি। তবে যুবকের আসল উদ্দেশ্য কী ছিল তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

আরো পড়ুন : ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি, চাপের মুখে অন্তর্বর্তী সরকার, বাংলাদেশে ইউনূস জমানার অবসান?

প্রসঙ্গত, বিষ্ণোই গ্যাংয়ের জন্য Y+ নিরাপত্তা পেয়েছেন সলমন। গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেও কড়াকড়ি হয়েছে নিরাপত্তা। কিন্তু তারপরেও এই ধরণের ঘটনায় চিন্তা বাড়ছে সলমন অনুরাগীদের মধ্যে।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X