মমতার নির্দেশের পরেই ‘অ্যাকশন’! জল চুরি করলে এবার সোজা FIR! নেওয়া হল কড়া সিদ্ধান্ত

বাংলা হান্ট ডেস্কঃ বাড়িতে বাড়িতে দেওয়া লাইন থেকে অবৈধভাবে পাম্প বসিয়ে যারা জল (Water) টানছেন তাঁদের বিরুদ্ধে এবার নেওয়া হতে পারে কড়া পদক্ষেপ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ অনুযায়ী এবার ওই সকল ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা চিন্তাভাবনা করছে জনস্বাস্থ্য দফতর। ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

জল (Water) টানলেই জোর বিপাক?

জানা যাচ্ছে, ডায়মন্ড হারবার (Diamond Harbour) লোকসভা কেন্দ্রের অধীন বজবজ ১ ও বজবজ ২ ব্লকে বহু মানুষ পাম্প লাগিয়ে জল টানছেন। বজবজ ১ ব্লকে এমনটা বেশি দেখা যাচ্ছে। এই কাজ যারা করছিলেন, তাঁদের চিহ্নিত করে প্রথমে সেই সকল কানেকশন কেটে দেয় জনস্বাস্থ্য দফতর। তবে এমনটা আর হবে না, এমন মুচলেকা দেওয়ার পর প্রশাসন আর কোনও আইনি পদক্ষেপ নেয়নি। তবে এখন নাকি জানা গিয়েছে, ফের তাঁরা নতুন করে অবৈধ সংযোগ করেছেন।

এই বিষয়ে প্রশাসনের সূত্র উদ্ধৃত করে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাজ্যের শাসকদল তৃণমূলের (Trinamool Congress) নিচুতলার কর্মীদের ইন্ধনেই ওই ব্যক্তিরা এই কাজ করার সাহস পাচ্ছেন। এদিকে স্বয়ং মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী নিজে জল চুরি নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন। এমন কাজ যারা করবেন, তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন তিনি।

আরও পড়ুনঃ ‘জীবনের সবচেয়ে…’! মহাকুম্ভে পুণ্যস্নান সেরে কী বললেন তৃণমূল সাংসদ রচনা?

এবার জানা যাচ্ছে, জনস্বাস্থ্য দফতর এবং প্রশাসন সেই অনুযায়ী আইনি পথে হাঁটার কথা ভেবেছে। এই কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশে এফআইআর করার কথা ভাবা হয়েছে বলে খবর। জানা যাচ্ছে, এই নিয়ে এই সপ্তাহে বজবজ ১ ও বজবজ ২ ব্লকের বিডিওদের সঙ্গে বৈঠকে আলোচনা হবে। এরপর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Water

প্রশাসন সূত্র উদ্ধৃত করে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাড়িতে বাড়িতে পানীয় জলের (Water) সংযোগ দেওয়ার পর বহু জায়গা থেকে অভিযোগ আসছিল যে জল পাওয়া যাচ্ছে না। এরপরেই জানা যায়, বহু জায়গায় অবৈধভাবে পাম্প বসিয়ে জল টেনে নেওয়া হচ্ছে। এরপর জনস্বাস্থ্য দফতর, প্রশাসন ও পুলিশ মিলিতভাবে এই সংযোগ কেটে নেয়।

বজবজ ১ ব্লকে এখনও হাজার চারেক অবৈধ সংযোগ রয়েছে (Water)। সেগুলিও কাটার দিকে অগ্রসর হচ্ছে প্রশাসন। তবে এর মাঝেই শোনা যাচ্ছে, যাদের কানেকশন কেটে দেওয়া হয়েছিল, তাঁদের মধ্যে অনেকে আবার তা জুড়ে নিয়েছেন। এই আবহে এবার আইনি পথে হাঁটার কথা ভাবছে জনস্বাস্থ্য দফতর ও প্রশাসন।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর