মনের মানুষের টানে অবৈধ ভাবে ভারতে প্রবেশ, পুলিশের হাতে গ্রেপ্তার বাংলাদেশী মহিলা

বাংলাহান্ট ডেস্ক : প্রেমের টানে পেরিয়েছেন কাঁটাতার। অবৈধ ভাবে সীমান্ত পার করে বাংলাদেশ থেকে ঢুকেছিলেন ভারতে। তবুও শেষ রক্ষা হলো না এক মহিলার। গাইঘাটা থানার পুলিশের হাতে শেষ অব্দি ধরা পড়ে গেলেন অবৈধভাবে সীমান্ত পার করে ভারতে ঢুকে পড়া বাংলাদেশের মহিলা। উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা এলাকার মন্ডল পাড়া বাজার থেকে গাইঘাটা থানার পুলিশ গ্রেপ্তার করেছে এক বাংলাদেশী মহিলাকে।

পুলিশ সূত্র মারফত খবর, ধৃত ওই বাংলাদেশী মহিলার নাম তৃপ্তি মিত্র। তার বয়স ১৯ বছর। তৃপ্তির বাড়ি বাংলাদেশের যশোর জেলায়। সূত্রের খবর, যশোরের বাসিন্দা তৃপ্তির সাথে উত্তর ২৪ পরগনা জেলার তেঁতুলিয়া এলাকার এক যুবকের গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। প্রেমের টানে হাকিমপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধ ভাবে ওই মহিলা ভারতে প্রবেশ করেন। এরপর ওই মহিলা মণ্ডল পাড়া এলাকায় প্রেমিকের এক আত্মীয়র বাড়ি যাচ্ছিলেন।

Marriage Arrest

গোপন সূত্রে খবর পেয়ে গাইঘাটা থানার পুলিশ মন্ডল পাড়া এলাকা থেকে ওই মহিলাকে আটক করে। এরপর জিজ্ঞাসাবাদের সময় ওই মহিলা স্বীকার নেন যে তিনি বৈধ কাগজপত্র ছাড়াই অবৈধ ভাবে সীমান্ত পেরিয়ে এদেশে প্রবেশ করেছেন। নিজের মুখে ওই মহিলার স্বীকারোক্তির পর তাকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত ওই মহিলাকে আজ গাইঘাটা থানার পক্ষ থেকে বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয়।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর