ইলিশ এসেছে,দাম কতো জানেন

বাংলা হান্ট ডেস্কঃমাছের রাজা ইলিশ, বাঙালির কাছে অন্যতম শ্রেষ্ঠ মাছ কিন্তু কিছুটা হলেও বাঙালির মত প্রেমিক বাঙালির মুখ ভার, কারণ এবছর ৮০০থেকে ৯০০ গ্রাম এর বেশি ইলিশ পাওয়া যাচ্ছে না এবং যার বাজার মূল্য ৭০০ থেকে ৮০০ টাকা।

ফলে চড়া দামে ইলিশ কিনতে হচ্ছে খাদ্য রসিক বাঙালি ছাড়া আরেকটি নতুন সংযোজন আজ ইস্টবেঙ্গল ক্লাবের ১০০ বছর উপলক্ষে তাদের পছন্দের মাছ ইলিশ।

সেই ইলিশ কেনার জন্য বাজারের বিভিন্ন প্রান্তে ঘুঁরছেন ইস্টবেঙ্গল সমর্থকরা। তাদের দাবি তারা আজ মাঠে নিয়ে ইলিশ নিয়ে যাবেন। ফলে খাদ্য রসিক বাঙালি সাথে সাথে ও ইলিশের যে সঠিক জোগান নেই তা কিছুটা হলেও বাজারে গেলে বোঝা যাচ্ছে।

Screenshot 2019 0729 093247সেই পরিপ্রেক্ষিতে দীঘার ব্যবসায়ীরা জানিয়েছেন তারা এক কেজির বেশি ইলিশ পাওয়া যাচ্ছে না এবং আগামী দিন পাওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে।

Udayan Biswas

সম্পর্কিত খবর