‘আমি বিবাহিত, টাচ করবেন না!’ রিনা ব্রাউন স্টাইলে ধমক ধর্মান্তরিত রাখি সাওয়ান্ত ফতিমার

বাংলাহান্ট ডেস্ক: বিগত কয়েকদিন ধরেই শিরোনামে উঠে এসেছেন রাখি সাওয়ান্ত। তাঁর বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর চর্চা। যদিও বিয়ে নিয়ে অভিনেত্রী মুখ খুললেও মুখ খুলতে চাননি রাখি সাওয়ান্তের প্রেমিক আদিল খান। তবে একেবারেই বিয়ের কথা তিনি অস্বীকার করেছিলেন এমনটাও কিন্তু নয়।

তবে সম্প্রতি সব জলঘোলা দূরে সরিয়ে রেখে অভিনেত্রীকে স্ত্রীর সন্মান দিয়েছেন আদিল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া রাখি ও আদিলের বিয়ের ছবি যে একেবারেই আসল, তাও স্বীকার করেছেন আদিল। আদিলের স্বীকারোক্তির পরেই চওড়া হাসি ফুটেছে রাখির মুখে।

adil khan rakhi

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে অভিনেত্রীর। বিয়ের পর যে তিনি কতটা বদলে গিয়েছেন এই ভিডিওই তার প্রমাণ। এক অনুরাগীকে স্পষ্ট জবাব দিলেন অভিনেত্রী রাখি সাওয়ান্ত , ”আমার কাছে ঘেঁষবেন না, আমি বিবাহিত, আমি আদিলের বউ।”

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, এক অনুরাগী রাখির সঙ্গে ছবি তুলতে চাইছেন। অভিনেত্রীর একেবারেই পাশে দাঁড়িয়ে সেলফি নেওয়ার চেষ্টা করছেন তিনি। এরপরই হঠাৎ করে রেগে যান অভিনেত্রী। ভক্তকে ধমক দেন তিনি। সাফ জানিয়ে দেন তিনি বিবাহিত।

অভিনেত্রীকে সামনে পেলেই ছবি তোলার হিড়িক পরে। অভিনেত্রীর সাথে ছবি তুলতে মরিয়া হয়ে ওঠেন ভক্তরা। এবারেও ঘটল এমনই ঘটনা।তবে বিয়ের পর যে তাঁর জীবন বদলে গেছে তা খুব সহজেই বুঝিয়ে দিলেন অভিনেত্রী রাখি সাওয়ান্ত।

কেরিয়ারের শুরু থেকেই রাখি ঠোঁটকাটা। যা মুখে আসে, তাই বলে দেন। এই যেমন, কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে বলিউড ছবিতে অভিনয়ের সুযোগ পাওয়া নিয়ে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করে বসেন তিনি। যা নিয়ে শোরগোল পরে গিয়েছিল গোটা বলিপাড়ায়। সেই রাখি বিয়ের খবর দিয়ে চমকে দিলেন সকলকে।

additiya

সম্পর্কিত খবর