প্রথম ম্যাচের আগেই দ্রাবিড়ের গলায় অন্য সুর! স্পষ্ট জানালেন, “বিশ্বকাপ জেতার কথা ভাবছিনা”

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে T20 বিশ্বকাপ (ICC Men’s T20 World Cup)। ক্রিকেটের অন্যতম এই মেগা টুর্নামেন্টকে ঘিরে প্রতিটি দলই যথেষ্ট সতর্ক রয়েছে। পাশাপাশি, এই টুর্নামেন্টে জয় হাসিল করাটাকেই প্রধান লক্ষ্য করেছে প্রতিটি দল। যদিও, এবার ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) এমন একটি প্রতিক্রিয়া দিয়েছেন যেটি ইতিমধ্যেই উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, ৫ জুন অর্থাৎ বুধবার T20 বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলবে ভারতীয় দল। যেখানে তারা মুখোমুখি হবে আয়ারল্যান্ডের। আর ওই ম্যাচের ঠিক আগেই দ্রাবিড় জানালেন যে, তাঁরা বিশ্বকাপ জেতার কথা ভাবছেনই না। হ্যাঁ, প্রথমে এটা পড়ে কিছুটা অবাক হলেও ঠিক এমনই প্রতিক্রিয়া দিয়েছেন ভারতীয় কোচ। এর পাশাপাশি, এই টুর্নামেন্টে তাঁরা কিভাবে এগোনোর পরিকল্পনা করেছেন সেই বিষয়টিও উপস্থাপিত করেছেন তিনি।

   

 "I'm not thinking about winning the World Cup," said Rahul Dravid.

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ICC-র প্রতিটি টুর্নামেন্টেই ভারতীয় দল একটি গুরুত্বপূর্ণ দাবিদার হিসেবে বিবেচিত হয়। সেই রেশ বজায় রেখেই এবারেও অনুরাগীরা চাইছেন রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল ট্রফি ঠিক জিতবেন। যদিও দ্রাবিড় সামগ্রিক বিষয়টিকে অন্যভাবে ভাবছেন। ভারতীয় দলের প্রস্তুতির শেষে তিনি জানিয়েছেন যে, “আমরা প্রতিযোগিতা শুরুর আগে এখনই বিশ্বকাপ জেতার কথা ভাবছি না। কাছাকাছি পৌঁছনোর পর তখন ভাবা যাবে।”

আরও পড়ুন: “সবার প্রথমে করব….”, নির্বাচনে জিতেই বিরাট পরিকল্পনা ইউসুফের, জানালেন নিজেই

এদিকে, তিনি আরও জানান যে, “আমাদের আগে সেই জায়গায় পৌঁছতে হবে। তাই আপাতত একটি একটি করে ম্যাচ ধরে আমরা এগোতে চাইছি।” প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০১৩ সালের পর ভারত কোনো ICC ট্রফি জিততে পারেনি। এমতাবস্থায়, দ্রাবিড় মনে করেছেন যে শেষ মুহূর্তে দল কিছুটা হোঁচট খেলেও সামগ্রিকভাবে তারা যে খারাপ খেলেছে এটা বলা যাবে না।

আরও পড়ুন: নীতীশ কুমার পাল্টি মারলে হবে না বিজেপির গভর্মেন্ট? জেনে নিন সম্পূর্ণ সমীকরণ

দ্রাবিড়ের মতে, “সত্যি কথা বলতে গেলে, এই সব প্রতিযোগিতায় যথেষ্ট ভালো খেলেছি আমরা। ধারাবাহিকভাবেও আমরা খেলেছি। গতবছরের বিশ্বকাপে আমরা একটানা ১০ টি ম্যাচ জিতেছি। সেটা থেকেই আমাদের ধারাবাহিকতার বিষয়টি প্রমাণিত হয়।” তবে, শেষ মুহূর্তে কেন বারংবার ভারতীয় দল ট্রফি হাতছাড়া করছে এই প্রশ্নের জবাব দাবি জানিয়েছেন, “হ্যাঁ, এটা ঠিক যে শেষ মুহূর্তে গিয়ে আমরা হয়ত জিততে পারিনি। চাপের মুখে আমরা ভুল করেছি। আর এটাই হল ক্রিকেট। তবে, আমরা আগে পারিনি বলে যে আগামী দিনেও পারব না, এমনটা কিন্তু নয়।” পাশাপাশি, T20 বিশ্বকাপে ভারতীয় দল যে অবশ্যই ভালো খেলার চেষ্টা করবে এই বিষয়ে আত্মবিশ্বাসী দ্রাবিড়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর