বাংলা হান্ট ডেস্কঃ বিতর্ক এবং বাবা রামদেব অনেকটা সমার্থক শব্দের মতোই হাত ধরাধরি করে চলে। এর আগেও স্যোশাল মিডিয়ায় করা তার টুলকিট সংক্রান্ত যথেষ্ট সমালোচনার মুখে পড়তে হয়েছিল যোগগুরু রামদেবকে। কিন্তু তার পরেও থেমে থাকেননি বাবা। ফের একবার অ্যালোপাথি চিকিৎসা নিয়ে মন্তব্য করতে গিয়ে বিতর্কে জড়ালেন তিনি। এই মুহূর্তে কোভিড নিয়ে রীতিমতো জর্জরিত দেশ। সামনে থেকে লড়াই চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। এমনকি লড়াই করতে করতে মৃত্যুর মুখেও ঢলে পড়ছেন অনেকে। এমতাবস্থায় কোরোনিলকে করোনার অব্যার্থ ওষুধ বলে চালানোর চেষ্টা করে আগেও সমালোচনার মুখে পড়তে হয়েছে রামদেবকে। এবার ফের একবার অ্যালোপ্যাথি চিকিৎসার সমস্তটাই আসলে ‘ভুয়ো’ বলে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রামদেব।
সম্প্রতি একটি অনুষ্ঠানে বাবা রামদেব বলেন, “অ্যালোপ্যাথি চিকিৎসা আসলে বোকামি। চিকিৎসার নামে তামাশা চলে। লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে শুধুমাত্র অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে। করোনার সঙ্গে লড়াইতে করতে ব্যর্থ অ্যালোপ্যাথি চিকিৎসা। রোগের আসল কারণ অনুসন্ধান করছে না কেউ।” যা নিয়ে রীতিমতো শোরগোল তৈরি হয়েছিল চিকিৎসক মহলে। শুধু তাই নয়, রামদেবকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছিলো আইএমএ উত্তরাখণ্ডও। চিঠি লিখেছিলেন স্বাস্থ্যমন্ত্রীও। রামদেবকে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনিও। এরপর যোগগুরু অবশ্য বলেন, এটা তার নিজের কথা নয়। হোয়াটসঅ্যাপে তার কাছে আসা একটি মেসেজ পড়ে শোনাচ্ছিলেন তিনি। অ্যালোপ্যাথিক চিকিৎসাকে কোনভাবেই অসম্মান করা উচিত নয়।
কিন্তু সম্প্রতি এক টিভি অনুষ্ঠানে এ বিষয়ে এক বিতর্ক সভায় যোগ দিয়ে ফের একবার অ্যালোপ্যাথি চিকিৎসা সম্পর্কে রুচিহীন মন্তব্য করেন রামদেব। তার মতে করোনায় লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছে ‘স্টুপিড’ অ্যালোপ্যাথির জন্য। আর এই কথা বলার পরেই ফের একবার রোষের মুখে পড়েন তিনি। এবার তার বিরুদ্ধে ১০০০ কোটি টাকার মানহানির মামলাও করল আইএমএ উত্তরাখণ্ড। মানহানির এই নোটিশে জানানো হয়েছে , ১৫ দিনের মধ্যে বাবা যদি ভিডিও পোস্ট করে এ বিষয়ে ক্ষমা না চান এবং লিখিত পত্র জমা না দেন তাহলে তাকে ১০০০ কোটি টাকা জরিমানা দিতে হবে।
এ বিষয়ে মুখ খুলেছেন আই এম এ উত্তরাখণ্ডের সভাপতি চিকিৎসক অজয় খান্নাও। তিনি বলেন, “উত্তরাখণ্ড সরকারের উচিত অবিলম্বে রামদেবের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। এর আগে স্বাস্থ্যমন্ত্রীও তাকে ক্ষমা চাইবার নির্দেশ দিয়ে নোটিশ পাঠিয়েছিলেন। তারপরেও কার্যত না চাওয়ার ভঙ্গিতে ক্ষমা চেয়ে ফের নিজের মন্তব্যের ব্যাখা দিতে গিয়ে অ্যালোপাথি চিকিৎসাকে অপমান করেন তিনি। তাই মানহানি নোটিশের পাশাপাশি খুব শীঘ্রই বাবা রামদেবের নামে এফআইআরও দায়ের করবে আই এম এ।”