আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা! কলকাতায় আসছেন IMA সভাপতি! আজই কড়া সিদ্ধান্ত ঘোষণা?

বাংলা হান্ট ডেস্কঃ শুক্রবার সন্ধ্যায় গণ সমাবেশের ডাক দিয়েছে জুনিয়র ডাক্তারদের (Junior Doctors) সংগঠন। সেদিনই আবার কলকাতায় আসছেন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি আরভি অশোকন। জানা যাচ্ছে, আজ সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করতে পারেন তিনি। সেখানেই কড়া কোনও সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

  • জুনিয়র ডাক্তারদের (Junior Doctors) সঙ্গে দেখা করবেন IMA সভাপতি!

রিপোর্ট বলছে, আজ বিকেলে তিলোত্তমায় আসবেন আরভি অশোকন (Dr RV Asokan)। বিমানবন্দর থেকে সোজা রওনা দেবেন আরজি কর হাসপাতালের উদ্দেশে। সেখানে চিকিৎসা চলছে অনশনকারী জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোর। সেখানে তাঁর সঙ্গে কথা বলবেন। এরপর যাবেন ধর্মতলার অনশন মঞ্চে।

মনে করা হচ্ছে, আজ সন্ধ্যায় জুনিয়র ডাক্তারদের সংগঠনের তরফ থেকে যে গণ সমাবেশের ডাক দেওয়া হয়েছে, সেখানে বক্তব্য রাখতে পারেন আইএমএ সভাপতি আরভি অশোকন। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এদেশের সর্ববৃহৎ চিকিৎসক সংগঠনের সভাপতি বড় কোনও সিদ্ধান্ত কথা ঘোষণা করতে পারেন।

আরও পড়ুনঃ মণ্ডপে ‘বিচার চাই’ স্লোগান দিয়ে গ্রেফতার! হাইকোর্টে ধৃতদের পরিবার! নবমীতেই বসছে বিশেষ বেঞ্চ

আইএমএ-র (IMA) ওয়েস্ট বেঙ্গল শাখার চেয়ারম্যান সৌরভ দত্ত বলেন, ‘সরকারের অসংবেদনশীলতায় শুধু হতাশ নই, বরং আমরা ক্ষিপ্ত। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে আগেই আমরা সেকথা জানিয়েছি। কিন্তু এরপরেও অনশনকারীদের সঙ্গে সরকার কোনও সদর্থক আলোচনায় বসেনি। আমরা এরপর কড়া পদক্ষেপ নিতে বাধ্য হব’।

Aniket Mahato is in CCU junior doctors continue hunger strike at Dharmatala

এদিকে আজ জুনিয়র ডাক্তারদের অনশনের সপ্তম দিন। গত শনিবার থেকে আমরণ অনশনে বসেছেন ৬ জন জুনিয়র চিকিৎসক (Junior Doctors)। পরবর্তীতে যোগ দেন আরজি করের অনিকেত মাহাতো। গতকাল রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে আরজি করে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সিসিইউ- তে পর্যবেক্ষণে রয়েছেন তিনি। জানা যাচ্ছে, আজ কলকাতায় এসে তাঁর সঙ্গে দেখা করতে পারেন আইএমএ সভাপতি। এরপর তিনি বড় কোনও ঘোষণা করেন কিনা সেটাই দেখার।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর