বাংলা হান্ট ডেস্ক: মাঝেমধ্যে আমরা এমন কিছু প্রাকৃতিক ঘটনার সম্মুখীন হই যেগুলি রীতিমতো অবাক করে দেয় আমাদের। এমনকি, কিছু কিছু ক্ষেত্রে ওই ঘটনাগুলির বিরল সব ছবি ধরা পড়ে ক্যামেরাতেও। যেগুলি পরবর্তীকালে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল হতে শুরু করে। সেই রেশ বজায় রেখেই এবার আরও একটি বিষ্ময়কর ঘটনা এবং সেই সম্পর্কিত কিছু ছবি সামনে এসেছে।
এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, গত ১০ ফেব্রুয়ারি রাতে ব্রাজিলের ঐতিহাসিক যিশুর মূর্তিটিতে বজ্রপাতের ঘটনা ঘটে। পাশাপাশি ওই মুহূর্তটি ধরা পড়ে ক্যামেরায়। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ওই মূর্তিটি সমগ্ৰ বিশ্বে “Christ the Redeemer” নামে সমধিক পরিচিত। শুধু তাই নয়, ওই মূর্তিটি পৃথিবীর সাতটি বিষ্ময়ের মধ্যেও জায়গা করে নিয়েছে।
এদিকে, ওই মূর্তিটির ঠিক ওপরেই সম্প্রতি বাজ পড়ার ঘটনাটি ঘটে। উল্লেখ্য যে, যিশুর এই মূর্তিটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৭০০ মিটারেরও বেশি উচ্চতায় একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত। এই প্রসঙ্গে ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পেস রিসার্চের তথ্যের ভিত্তিতে ব্রাজিলের নিউজ পোর্টাল ইউওএল জানিয়েছে, বছরে গড়ে ৬ বার এই মূর্তির ওপর বজ্রপাত হয়। এমনকি, ২০১৪ সালে বজ্রপাতের পর ওই মূর্তিটি মেরামত করতে হয়েছিল। পরে আরেকটি ঘটনায় মূর্তিটির ডান হাতের বুড়ো আঙুলের অগ্রভাগ বিচ্ছিন্ন হয়ে যায়।
২০২২ সালের এপ্রিল মাসেও সেখানে বজ্রপাতের জেরে ক্ষতিগ্রস্ত হয় ১৪১ ফুট উচ্চতার ওই মূর্তি। পাশাপাশি, এটি বিশ্বের তৃতীয় উচ্চতম মূর্তি হিসেবেও বিবেচিত হয়। এদিকে, সম্প্রতি যিশুর মূর্তির উপর বজ্রপাতের ওই মুহূর্তটি সত্যিই আশ্চর্যজনক ছিল। স্থানীয় একজন ফটোগ্রাফার ওই মুহূর্তটি ক্যামেরায় বন্দী করতে সক্ষম হন।
Lightning struck Christ the Redeemer in Rio de Janeiro on February 10, 2023
[more📷by Fernando Braga: https://t.co/xSDfq7x5Z3] pic.twitter.com/FLr25VhLEB
— Massimo (@Rainmaker1973) February 11, 2023
ওই ছবিগুলি ইতিমধ্যেই তোলপাড় করে দিয়েছে নেটমাধ্যম। কয়েক লক্ষ নেটিজেন ছবিগুলি প্রত্যক্ষ করেছেন। পাশাপাশি, পাল্লা দিয়ে বাড়ছে লাইক এবং প্রতিক্রিয়ার সংখ্যাও। এই প্রসঙ্গে একজন লিখেছেন, “সত্যিই অবিশ্বাস্য ছবি! এটি শেয়ার করার জন্য ধন্যবাদ”। পাশাপাশি, আরেকজন নেটিজেন লিখেছেন, ” ছবিটি অসম্ভব সুন্দর”। এক কথায় যত সময় এগোচ্ছে ততই ছবিগুলি দেখার জন্য ভিড় বাড়াচ্ছেন নেটিজেনরা।