টুইটার কান্ড ফাঁস।পাক ক্রিকেট বোর্ডের কাছে ক্ষমা চাইলেন অনুতপ্ত ইমাম।

 

বাংলা হান্ট ডেস্ক : কিছুদিন আগেই একাধিক মহিলার সংবাদ শিরোনামে উঠে আসেন প্রাক্তন পাক অধিনায়ক ইনজামাম উল হকের ভাইপো ইমাম উল হক।একাধিক মহিলার সাথে সোশ্যাল মিডিয়ায় সম্পর্ক করেছিলেন তিনি। অলনাইনে সেই বিতর্ক নিয়ে এবার ক্ষমা চাইলেন তিনি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার পর পাকিস্তান দলের নির্ভরযোগ্য ওপেনার ইমাম উল হকের টুইটার কীর্তি সবার সামনে ফাঁস করেন এক ব্যক্তি। তিনি দাবি করেন, এক সঙ্গে সাত-সাত জন মহিলার সঙ্গে প্রেমের অভিনয় করেছেন ইমাম।শুধু তাই নয়, ইমাম উল হকের বিরুদ্ধে #MeToo-এর অভিযোগও আনেন তিনি। তিনি।এই প্রশ্নে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন ইমাম উল হক।

এই নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে এখনও বিশেষ কোনও মন্তব্য না করা হলেও পিসিবি-র এমডি ওয়াসিম খান জানান গোটা ঘটনার জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন ইমাম উল হক। তিনি বলেন,” ইমাম অনুতপ্ত! এবং যা ঘটেছে তার জন্য ক্ষমা চেয়ে নিয়েছে। আমরাও তাকে বলে দিয়েছি গোটা বিষয়টি যদিও তার ব্যক্তিগত বিষয়। কিন্তু আমরা চাইব কোনও ক্রিকেটারের নৈতিকতা এবং শৃঙ্খলার বিষয়টি খুব সচেতনভাবে দেখা হয়ে থাকে।”

পরবর্তীকালে পাকিস্থান বোর্ড কী সিদ্ধান্ত নেয় তা দেখা কেবলই সময়ের অপেক্ষা।

সম্পর্কিত খবর