কলকাতায় টাকা নেই, অভিজাত আরবানায় ফ্ল‍্যাট কিনতে দর বাড়িয়েই চলেছেন ইমন!

বাংলাহান্ট ডেস্ক: সুপারহিট হয়েছিল প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির কামব‍্যাক ছবি ‘প্রাক্তন’ (Prakton)। আরো বেশি হিট হয়েছিল ‘তুমি যাকে ভালবাসো’ গানটি। এই গানের হাত ধরেই বাংলার সঙ্গীত জগৎ পেয়েছিল এই নতুন প্রতিভাকে। ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। এই গান তাঁকে একাধারে এনে দেয় জাতীয় পুরস্কার, সম্মান, জনপ্রিয়তা। এখন সঙ্গীত মহলে সবসময় চর্চায় ইমন। সে তাঁর গানের জন‍্যই হোক বা অন‍্য কোনো কারণে।

কিছু মানুষ হয়, যারা সবসময়ই লাইমলাইটে থাকে। ইমন তেমনি একজন মানুষ। অনেক সময়েই না চাইতেও চর্চায় চলে আসেন তিনি। প্রচুর ট্রোলও হয় তাঁকে নিয়ে। তাঁর ব‍্যক্তিগত জীবন থেকে পেশাগত জীবন সবটাই সবসময় থাকে আমজনতার আতশকাঁচের নীচে। রিয়েলিটি শোতে পক্ষপাতিত্ব করার অভিযোগ থেকে শুরু করে ব্রণর সমস‍্যা নিয়েও ট্রোলড হন ইমন।

Iman
এবার এক নতুন কথা শোনা যাচ্ছে ইমনের সম্পর্কে। তিনি নাকি প্রতিটা হিট গানের সঙ্গে সঙ্গেই নিজের পারিশ্রমিক বাড়াচ্ছেন। মাস কয়েক আগে মুক্তিপ্রাপ্ত ‘বেলাশুরু’ ছবিতে ইমনের গাওয়া ‘টাপা টিনি’ রীতিমতো ভাইরাল। ফের পারিশ্রমিক বাড়ালেন গায়িকা?

সংবাদ মাধ‍্যমের প্রশ্নে রাখঢাক না করেই জবাব দিয়েছেন ইমন, সবাই তাই করে। কলকাতাতে এমনিতেই টাকা নেই। বাংলার শিল্পীদের কেউ টাকা দিতেই চায় না, অভিযোগ ইমনের। তাঁর কথায়, “ঈশ্বরের আশীর্বাদে একটা দুটো গান হিট হচ্ছে। টাকা তো আমাকে বাড়াতেই হবে। আমাকে আরবানায় ফ্ল‍্যাট কিনতে হবে।”

অভিজাত আরবানা কমপ্লেক্স নামটার সঙ্গে এখন অনেকেই পরিচিত। বাইপাসের ধারে এই বিলাসবহুল আবাসন টলিউডের বেশ কয়েকজন সেলিব্রিটির বাসস্থান। রাজ চক্রবর্তী শুভশ্রী গঙ্গোপাধ‍্যায় থেকে শুরু করে শ্রাবন্তী চট্টোপাধ‍্যায়, পায়েল সরকার, রচনা বন্দ‍্যোপাধ‍্যায়, অরিন্দম শীলের মতো তারকারা থাকেন এখানে। এবার ইমনও তাঁদের প্রতিবেশী হওয়ার পরিকল্পনা করছেন।

Niranjana Nag

সম্পর্কিত খবর