ঘর পরিস্কার থেকে বাসন মাজা করতে হচ্ছে সবই, বিয়ের পর ‘জীবন শেষ’ ইমনের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: মাত্র পাঁচ মাস হয়েছে নীলাঞ্জন ঘোষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন গায়িকা ইমন চক্রবর্তী (iman chakraborty)। আর এই ক মাসেই বিবাহিত জীবনের উপর থেকে মোহ কেটে গিয়েছে তাঁর। সব কাজ একা হাতে করতে গিয়ে ‘জীবন শেষ’ হতে বসেছেন ইমনের। সোশ‍্যাল মিডিয়ার মাধ‍্যমে দাম্পত‍্য জীবনের টুকরো দৃশ‍্য তুলে ধরলেন তিনি।

নিজের ইনস্টাগ্রামে একটি রিল ভিডিও শেয়ার করেছেন ইমন। সেখানে দেখা যাচ্ছে নিজে হাতে ঘর ঝাঁট দেওয়া, বাসন মাজা সবই করছেন গায়িকা। কাজ করতে করতে মুখ বেজার হয়ে গিয়েছে তাঁর। তাও মুখ বুজে করে চলেছেন সব কাজ। ভিডিওর ক‍্যাপশনে ইমন লিখেছেন, ‘জীবন শেষ’। তবে ভিডিওটি যে মজা করেই করেছেন তিনি তা বোঝাই যাচ্ছে।


কমেন্ট বক্সেও মজার মজার মন্তব‍্য করেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘সবে তো শুরু ম‍্যাম’। আবার আরেকজনের মন্তব‍্য, ‘জীবন বরবাদ’। অনেকে আবার অবাক হয়েছেন ইমনকে রিল ভিডিও করতে দেখে। তবে বাস্তবিকই বিয়ের পর থেকেই কিন্তু ঘর বার দুইই সামলাচ্ছেন ইমন।

https://www.instagram.com/reel/CR0uNXBnzU1/?utm_medium=copy_link

কিছুদিন আগেই নিজের ইনস্টা হ‍্যান্ডেলে একটি ছবি শেয়ার করে ট্রোল হয়েছিলেন ইমন। সম্ভবত বিয়ের আগে আগে নীলাঞ্জনের সঙ্গে পাহাড়ে ঘুরতে গিয়ে এই ছবিটি তুলেছিলেন তিনি। ওই ভ‍্যাকেশনের কয়েকটি ছবি আগেই দেখা গিয়েছে ইমনের ইনস্টাগ্রামে। নতুন করে আবারো পুরনো স্মৃতি একটু ঝালিয়ে নিয়েছেন তিনি। খাদের ধারে দাঁড়িয়ে নীলাঞ্জনের ঠোঁটে ঠোঁট রেখে ক‍্যামেরাবন্দি হয়েছেন গায়িকা।

ক‍্যাপশনে ইমন লিখেছেন, ‘মুহূর্তরা মেঘের মতো মত ফিরে ফিরে আসে’। ছবিটি পোস্ট করতেই উপচে পড়েছে ‘নীলামন’ অনুরাগীদের ভালবাসা। ছবিটি বাস্তবিকই খুব সুন্দর, স্বীকার করে নিয়েছেন প্রায় সকলেই। কিন্তু নেটপাড়ায় কটাক্ষ শানানোর জন‍্য কিছু নীতিবাগীশ তো থাকবেই। ইমনের এই ছবিতেও ধেয়ে এসেছে তাদের সমালোচনা। ব‍্যক্তিগত মুহূর্তগুলি লোকচক্ষুর আড়ালেই রাখা ভাল, মতামত তাদের। আবার কয়েকজনের বক্তব‍্য, সবটাই লোক দেখানোর জন‍্য। তবে কোনো মন্তব‍্যের উত্তর দেননি ইমন।

X