বাংলাহান্ট ডেস্ক: দুঃসময় বলে কয়ে আসে না। একথা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। হঠাৎ করেই এমন বিপদের মুখে পড়েছেন তিনি যে তা থেকে কীভাবে উদ্ধার পাবেন সেটাই বুঝতে পারছেন না। দীর্ঘদিনের পরিশ্রম তাঁর জলে চলে গিয়েছে। রোজগারের একটা গুরুত্বপূর্ণ পথও বন্ধ। কার্যত হতভম্ব ইমন।
নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটি হারিয়ে ফেলেছেন ইমন। বলা নেই কওয়া নেই ইউটিউব থেকে মুছে দেওয়া হয়েছে তাঁর চ্যানেলটি। কেন কী কারণ কিছুই জানেন না গায়িকা। কেবলমাত্র একটি ইমেল পাঠিয়ে তাঁকে জানিয়ে দেওয়া হয়েছে যে তাঁর চ্যানেলটি ডিলিট করে দেওয়া হচ্ছে। কারণ হিসাবে জানানো হয়েছে, তিনি নাকি ইউটিউব কমিউনিটির কিছু নিয়ম লঙ্ঘন করেছেন।
সোশ্যাল মিডিয়ায় লাইভ ভিডিও করে নিজের অনুরাগীদের সবটা জানিয়েছেন ইমন। তিনি বলেন, তিনি কি নিয়ম লঙ্ঘন করেছেন কিছুই বুঝতে পারছেন না। আর যদি করেও থাকেন সেই গানটিকে স্ট্রাইক মারা যেত। আগেও অভিযোগ এসেছে কিন্তু স্ট্রাইক কখনো খাননি তিনি। আর এবারে কোনো সাবধানবাণী ছাড়াই উড়িয়ে দেওয়া হল চ্যানেলটিকে!
গত ১৩ বছর ধরে ইউটিউব চ্যানেলটি চালাচ্ছেন ইমন। লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার ছিল তাঁর। রোজগারের একটা অংশও আসত সেখান থেকে। হঠাৎ করে চ্যানেল হারিয়ে মাথায় হাত পড়ার জোগাড় গায়িকার। তিনি জানান, ইউটিউব ইন্ডিয়ার থেকে সাহায্য চেয়েছেন তিনি। এরপরেই সোশ্যাল মিডিয়ায় ইমন জানান, তিনি তাঁর চ্যানেলটি ফেরত পেয়ে গিয়েছেন। সকলকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।
শুধু ইমন নন, সারেগামাপা খ্যাত দুই খুদে ইউটিউবার তানি মুনিরও ইউটিউব চ্যানেল উড়িয়ে দেওয়া হয়েছে বলে খবর। দুই পুঁচকে শিল্পীর অফিশিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে, তাদের ইউটিউব চ্যানেলটি হ্যাক করা হয়েছে আর তারপর উড়িয়ে দেওয়া হয়েছে। সেটি ফেরত পাওয়ার চেষ্টা চলছে। কিন্তু তানি মুনির চ্যানেলটি কেন উড়িয়ে দেওয়া হল তা বোঝা যাচ্ছে না এখনো।