বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই শীতের আমেজ কমার সাথে সাথে নিজের উপস্থিতি জানান দিচ্ছে গ্রীষ্ম। দুপুরের তীব্র রোদে এখন থেকেই “সিঁদুরে মেঘ” দেখছেন সকলে। পাশাপাশি, এটাও স্পষ্ট হয়ে যাচ্ছে যে, চলতি বছরে গ্রীষ্ম ঠিক কতটা তীব্র হতে চলেছে। ঠিক সেই আবহেই এবার আবহাওয়ার প্রসঙ্গে সবাইকে সতর্ক করল India Meteorological Department (IMD)। শুধু তাই নয়, একাধিক তথ্যও সামনে এসেছে। জানা গিয়েছে, আগামী কয়েকদিনে রাজ্য সহ সমগ্ৰ দেশে আবহাওয়ার ব্যাপক রদবদলের সম্ভাবনা রয়েছে।
কেমন থাকবে রাজ্যের আবহাওয়া: এই প্রসঙ্গে হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা ক্রমশ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, আগামী সপ্তাহেই কলকাতার তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩৫ ডিগ্রিতে। পাশাপাশি, জেলাগুলিতেও বদল আসবে আবহাওয়ায়। যদিও, এখনই দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেও জানা গিয়েছে। তবে, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গে কিন্তু আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত, দার্জিলিং ও কালিম্পংয়ে এই সম্ভাবনা সবচেয়ে বেশি। পাশাপাশি, উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ছাড়া বাকি অংশে আকাশ পরিষ্কার থাকবে।
কেমন থাকবে দেশের আবহাওয়া: মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী জানা গিয়েছে, গুজরাত এবং রাজস্থানের কিছু এলাকায় গরমের তীব্রতার সম্ভাবনা থাকলেও আগামী দু’দিনের মধ্যে বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। এমতাবস্থায়, IMD জানিয়েছে, রাজস্থান, পাঞ্জাব এবং গুজরাতের কিছু এলাকায় আগামী দু’দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, রয়েছে ঝোড়ো হাওয়ার পূর্বাভাসও। যদিও, এই বৃষ্টির ফলে সাময়িকভাবে রেহাই মিলবে। কারণ, ইতিমধ্যেই আবহাওয়া দফতর জানিয়েছে, রাজস্থান ও গুজরাতের একাধিক জায়গায় তাপমাত্রা উল্লেখযোগ্য বৃদ্ধি পাবে।
পাশাপাশি, উত্তরাখণ্ড এবং পাঞ্জাবে আগামী ৪ মার্চ পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও তারপরে, শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। তবে, IMD-র তরফে জানানো হয়েছে আগামী ৩ এবং ৪ মার্চ উত্তরপ্রদেশে প্রায় ২০ থেকে ৩০ কিলোমিটার বেগে শক্তিশালী হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবের কারণে, লাদাখ, জম্মু-কাশ্মীর, গিলগিট, বাল্টিস্তান-মুজাফফরাবাদ এবং হিমাচল প্রদেশে আগামী ৪ মার্চ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ তুষারপাতের সম্ভাবনা আছে।
রয়েছে বৃষ্টির সম্ভাবনা: জানা গিয়েছে, আগামী ৪ থেকে ৬ মার্চ, মহারাষ্ট্র, দক্ষিণ মধ্যপ্রদেশ এবং গুজরাত ভিজতে পারে বৃষ্টিতে। IMD-র মতে, আগামী ৪ এবং ৫ মার্চ পশ্চিম মধ্যপ্রদেশের একাধিক স্থানে বজ্র বিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও পূর্ব মধ্যপ্রদেশে আবার ৫ এবং ৬ মার্চ বৃষ্টি হতে পারে। ওইসময়ে কোমোরিন এলাকায় ঝোড়ো আবহাওয়ার সম্ভাবনাও রয়েছে।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এই ঋতু পরিবর্তনের হার শুধুমাত্র কিছু সময়ের জন্য সীমাবদ্ধ থাকতে পারে। যার ফলে বৃষ্টি ও ঝড়ের কারণে সংশ্লিষ্ট রাজ্যগুলিতে গরম থেকে তেমন কোনো স্বস্তি মিলবে না। এমতাবস্থায়, দক্ষিণ রাজস্থান এবং গুজরাতের বেশিরভাগ অংশের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশ কয়েক ডিগ্রি উপরে গিয়ে ৩৬ থেকে ৩৮ ডিগ্রির মধ্যে থাকবে। এদিকে, মার্চের দ্বিতীয় সপ্তাহে ওই রাজ্যগুলির বিভিন্ন স্থানে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে বলেও জানা গিয়েছে।