চার-চারটি ঘূর্ণাবর্ত, আজ খেল দেখাবে সর্বনাশা আবহাওয়া, দক্ষিণবঙ্গের কি হবে? IMD-র আপডেট

বাংলা হান্ট ডেস্ক: সকাল থেকেই মেঘলা আকাশ। সকালের দিকে কুয়াশার চাদরে ঢাকা ছিল উত্তর-দক্ষিণবঙ্গের বহু জেলা। ওদিকে শীতের দাপট তো রয়েইছে। আবহাওয়া দপ্তর (Weather Office) সূত্রে খবর, ভারতীয় উপমহাদেশের বিভিন্ন স্থানে চারটি সাইক্লোনিক সার্কুলেশন (Cyclonic Circulation) বা ঘূর্ণাবর্ত রয়েছে৷ এর জেরেই আবহাওয়ার বেহাল দশা।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ দিনভর মেঘলা থাকবে দক্ষিণবঙ্গের আকাশ। বৃষ্টির সম্ভবনা রাজ্য জুড়ে। কোনও কোনও জায়গায় দু-এক ফোঁটা বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ চব্বিশ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, এবং নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২-৩ দিনে ধীরে ধীরে রাতের তাপমাত্রা বাড়বে। ফলে রাতে কাঁপুনি কিছুটা কমবে। তবে দিনে রেহাই নেই। স্বাভাবিকের অনেকটাই নীচে থাকবে তাপমাত্রা। গোটা দক্ষিণবঙ্গেই (South Bengal) কিছুটা বাড়তে পারে রাতের তাপমাত্রা। আপডেট অনুযায়ী, বৃহস্পতিবারের মধ্যে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত বেড়ে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

বর্তমানে বাংলাদেশের ওপর সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে। উত্তরপ্রদেশ এবং তার পার্শ্ববর্তী এলাকায় ১.৫ কিলোমিটার থেকে ৩.১ কিলোমিটার পর্যন্ত সাইক্লোনিক সার্কুলেশন বিস্তৃত রয়েছে৷ ওদিকে মালদ্বীপের কাছাকাছিও সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে।

পাশাপাশি একটি উত্তর -পশ্চিম রাজস্থান এবং তার পার্শ্ববর্তী এলাকাতেও ঘূর্ণাবর্ত বিস্তৃত রয়েছে৷ এর চার ঘূর্ণাবর্তের জেরেই গোটা দেশে খেল দেখাচ্ছে আবহাওয়া। IMD-র আপডেট অনুযায়ী, ১৪০-১৬০ নট প্রতি ঘণ্টা গতিতে সমুদ্রতল থেকে ১২.৫ কিমি ওপর দিয়ে উত্তর ভারতের সমতলের ওপর দিয়ে জেট স্ট্রিম বয়ে যেতে পারে৷

আরও পড়ুন: সোনায় সোহাগা! DA না বাড়লেও ফের বাড়ল ছুটি, কবে মিলবে? বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার

Cyclone created in the Bay of Bengal in the new year

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পঙেও এই দুই জেলায় হালকা বৃষ্টির সাথে তুষারপাতও হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং সহ আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর