বাংলাহান্ট ডেস্ক : একের পর এক নিম্নচাপে রীতিমতো বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সিকিমের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ সবার চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। মৌসম ভবন আইএমডি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে উপ হিমালয়ের জেলাগুলিতে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উপ হিমালয়ের জেলাগুলিতে।
আইএমডির পক্ষ থেকে উপ-হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আজ থেকে। অন্যদিকে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও ৫-৯ অক্টোবরের মধ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আকস্মিক বন্যায় সিকিমে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ২০ জনের।
আরোও পড়ুন :
তিস্তা নদীর অববাহিকায় ও উত্তরবঙ্গে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কার্য চালাচ্ছে সেনাবাহিনী এবং এনডিআরএফ। সিকিমের বন্যায় শতাধিক পর্যটক ও স্থানীয় বাসিন্দার খোঁজ এখনো মেলেনি। ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির (এনডিএমএ) পর্যবেক্ষণ, অতিরিক্ত বৃষ্টিপাত এবং উত্তর সিকিমের দক্ষিণ লোনাক হ্রদে একটি হিমবাহ লেকে ফ্লাড আউটবার্স্ট (GLOF)-এর জন্যই সিকিমে এই বন্যা হয়েছে।
অসম ও মেঘালয়ে ৫-৭ অক্টোবর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুরে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ও ঝড়ের পূর্বাভাস রয়েছে ৬ অক্টোবর। আইএমডি জানাচ্ছে, ৯ অক্টোবর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা জম্মু-কাশ্মীর-লাদাখ-গিলগিট-বাল্টিস্তান-মুজাফফরবাদ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে।