জোড়া ঝঞ্ঝার দাপটে ৯ রাজ্যে ঝড়-বৃষ্টি-শিলাবৃষ্টি! বাড়ছে তাপপ্রবাহ, কী হবে বাংলার? আপডেট IMD’র

Published On:

বাংলাহান্ট ডেস্ক : আবহাওয়ার খামখেয়ালিপনায় নাজেহাল দেশের মানুষ। কোথাও তীব্র গরমে নাভিশ্বাস ওঠার অবস্থা, আবার কোথাও প্রবল দুর্যোগ পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তর কারণে। জোড়া ঝঞ্ঝার প্রভাবে দেশের একাধিক জায়গায় বৃষ্টিপাত। একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা আগামী ২৩ এপ্রিল জম্মু ও কাশ্মীরে প্রভাব বিস্তার শুরু করবে।

এর প্রভাবে ২৩ এপ্রিল পর্যন্ত উত্তর ভারতের বেশকিছু জায়গায় বৃষ্টিপাত ও পার্বত্য অঞ্চলে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। অন্য একটি পশ্চিমী ঝঞ্ঝা আগামী ২৬ তারিখের মধ্যে পৌঁছে যাবে হিমালয়ে। এই দুই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ত্বরান্বিত হতে পারে ঘূর্ণাবর্ত সঞ্চালনের গঠন। এর জেরে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তর প্রদেশ এবং রাজস্থান-সহ উত্তর-পশ্চিম ভারতে।

আরোও পড়ুন : গুগল ক্রোম ব্যবহার করার জন্য মাসে মাসে দিতে হবে টাকা! মাথায় হাত ব্যবহারকারীদের

এছাড়াও হাওয়া অফিস জানাচ্ছে, তীব্র থেকে তীব্রতর তাপপ্রবাহের সতর্কতা জারি থাকবে পশ্চিমবঙ্গ এবং ওড়িশায়। অন্যদিকে, ২৪ এপ্রিল পর্যন্ত উত্তর-পূর্ব ভারতে বজ্রপাত, ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপপ্রবাহ থেকে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি থাকবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে।

আরোও পড়ুন : হাত দিলেই উঠে যাচ্ছে রাস্তার পিচ! ‘পথশ্রী’ প্রকল্পের এই ‘হতশ্রী’ দশা দেখে অবাক অনেকেই

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উপ-হিমালয় পশ্চিমবঙ্গ এবং সিকিমে হালকা বৃষ্টিপাত হতে পারে ২২ এবং ২৬ এপ্রিল পর্যন্ত। উত্তর-পূর্ব ভারতে ২২-২৪ এপ্রিল পর্যন্ত হালকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত হলেও দক্ষিণবঙ্গের জন্য আশার বাণী শোনাতে পারেনি হাওয়া অফিস।

rain forecast kolkata north bengal south bengal weather update

দক্ষিণবঙ্গের কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে সোমবার ও মঙ্গলবার বৃষ্টিপাত হতে পারে। তবে এই বৃষ্টি খুব একটা স্বস্তি দিতে পারবে না গরম থেকে। আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গের মানুষকে লড়াই করতে হবে গরমের সাথে। তাই যেসব জায়গায় তাপপ্রবাহ চলবে সেই এলাকার বাসিন্দাদের বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X